প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানকে রান আউট করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আসিফ শেখ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাননি নেপালের এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বানে ভেসে যাচ্ছেন আসিফ।
nepal vs ireland 1
মহানুভবতার পরিচয় দিয়েছেন আসিফ
ওমানে অনুষ্ঠিত চার জাতি ক্রিকেট টুর্নামেন্টে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে আইরিশরা। ১৮তম ওভারের কথা। কমল সিংয়ের একটি ডেলিভারি ঠিক মতো টাইমিং করতে পারেননি মার্ক আদায়ের।
মেয়েদের কোন অঙ্গে বেশি জীবাণু থাকে, ভুলেও হাত দিবেন না
সাথে সাথেই এক রান নেওয়ার চেষ্টা করেন আদায়ের ও নন স্ট্রাইকে থাকা অ্যান্ড্রি ম্যাকব্রায়েন। কিন্তু কমলের সাথে ধাক্কা লেগে পড়ে যান ম্যাকব্রায়েন। এর উঠে অপর প্রান্তে যাওয়ার আগেই বল কুড়িয়ে উইকেটকিপার আসিফের কাছে পাঠান কমল।
ততক্ষণে ম্যাকব্রায়ান হয়তো মনে মনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিন্তু এই অলরাউন্ডারকে অবাক করে দিয়ে বল স্টাম্পে লাগাননি আসিফ। মূলত বোলারের সাথে ধাক্কা লেগে আইরিশ তারকা মাটিতে পড়ে যাওয়ায় আউট করার সুযোগ হাতছাড়া করেন ২১ বছর বয়সী আসিফ।