শোনা যায়, ৩-৪ কোটি টাকার কমে এক একটি ছবি করেন না রশ্মিকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে এটাই সবথেকে বেশি পারিশ্রমিকের তালিকায় অন্যতম। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পুষ্পার বক্স অফিস সংগ্রহের কথা মাথায় রেখে এই ছবিতে অভিনয়ের জন্য প্রায় দশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রশ্মিকা।
সূত্রের খবর মানলে, এই মুহূর্তে রশ্মিকার আনুমানিক ৩০ কোটি টাকার মালকিন, বলিউড অভিনেত্রীদের তুলনায় নেহাত কম নন ‘ডিয়ার কমরেড’ নায়িকা। একাধিক বাড়ি রয়েছে তাঁর। এর মধ্যে ব্যাঙ্গালোরে রয়েছে একটি। জনপ্রিয় টুরিস্ট স্পট গোয়াতেও একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর। এছাড়াও রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ বেঞ্জ, হুন্ডাই, অডির মতো গাড়ি রয়েছে রশ্মিকার কাছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেরও মুখ তিনি।
মিশন মজনু ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখছেন রশ্মিকা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এখানেই শেষ নয়। আরো এক সুখবর দিয়েছেন অভিনেত্রী। অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। গুডবাই ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে।