এবছর গুগলে সবচেয়ে বেশি যা খোঁজা হয়েছে

খুব স্বাভাবিকভাবেই গুগলে ২০২০ সালে সবচেয়ে বেশি সার্চ হয়েছে করোনাভাইরাস নিয়ে। তবে চলতি বছর তেমনটা হয়নি। আগের মতোই খেলাধুলা এবং বিনোদন বিষয়েই মানুষ বেশি সার্চ করেছে গুগলে।

 

সম্প্রতি গুগল তাদের বার্ষিক সার্চ প্রতিবেদন ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে এবছর মূলত খেলাধুলাকে ঘিরেই বেশি সার্চ হয়েছে। অস্ট্রেলিয়া বনাম ভারত মেনস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এবং একই টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে সার্চের কারণে খেলাধুলা সর্বোচ্চতে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে ভারতে শতকোটি ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এই ম্যাচ দুটোর সার্চ সবচেয়ে বেশি হয়েছে। এছাড়া কোভিডের কারণে বাতিল হওয়া টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এ দুটোও সেরা দশ সার্চের মধ্যে রয়েছে।

কোরিয়ান নেটফ্লিক্স শো স্কুইড গেমও গ্লোবাল এবং ইউএস লিস্টে উঠে এসেছে। আমেরিকায় রাজনীতি এবং ফিন্যান্স সেরা দশ ট্রেন্ডিং সার্চের মধ্যে রয়েছে। আর নতুন সার্চের মধ্যে ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে ডোজিকয়েনের মিমি এবং এথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির মূল্য ইত্যাদি রয়েছে

Leave a Reply