হিরো আলম Hero Alom যার পুরো নাম আশরাফুল আলম সাঈদ। তিনি হিরো আলম নামেই বেশি পরিচিতি লাভ করেন। তিনি একজন বিক্ষ্যাত বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু আলোচিত ব্যক্তি। হিরো আলম ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন।
হিরো আলমের বয়স এবং পরিবারঃ-
হিরো আলম বা আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মা এর নাম আশরাফুন বেগম। হিরো আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। যথাক্রমে- আলো ও আঁখি এবং কবির।
হিরো আলম প্রথম প্রথম জীবনে তার নিজ গ্রাম এরুলিয়াতে সিডি বিক্রির কাজ করতেন এবং তারপর স্যাটেলাইট টিভি সংযোগের বা ক্যাবল অপারেটরের ব্যবসা শুরু করেন। ক্যাবল অপারেটরের ব্যবসা চলাকালিন সখের বশে তিনি মিউজিক ভিডিও তৈরি করা শুরু করেন। এবং পরে হিরো আলমের ইউটুব চ্যানেলে আপলোড করা মিউজিক ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে বিভিন্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা হিরো আলম কে নিয়ে ট্রোল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন। এমন কি এসময় মুশফিকুর রহিমসহ আরও অনেক বাংলাদেশী তারকা হিরো আলমের সাথে সেলফি উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
তারপর থেকে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো যেমন- বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যার ফলে হিরো আলম ভারতীয় ইন্টারনেট ব্যবহার কারীদের মাঝে খুব আলোচিত হন। সে সময় ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়েও হিরো আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছিল। ২০১৮ সাল অনুসারে গুগল সার্চ ট্রেন্ডে বাংলাদেশে দশম অবস্থানে রয়েছে হিরো আলম।
হিরো আলমের প্রথম অভিনয় ঃ-
২০১৭ সালের ১১ আগস্ট হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। এবং ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞ্যাপন চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
হিরো আলমের শারীরিক পরিমাপঃ-
হিরো আলমের উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি এবং ওজন ৫৬ কেজি।তাঁর শারীরিক পরিমাপ ৩৪-৩০-১২ ইঞ্চি। হিরো আলমের বুকের ছাতি ৩৪ ইঞ্চি, কোমর ৩০ ইঞ্চি এবং বাইসেপের আকার ১২ ইঞ্চি। তিনার কালো রঙের চুল এবং কালো রঙের চোখ আছে।
জীবনী, বয়স, উচ্চতা, স্ত্রী, পরিবার, প্রোফাইল, ইত্যাদিঃ-
আসল নাম আশরাফুল আলম সাঈদ
ডাকনাম হিরো আলম
পেশা অভিনেতা,সঙ্গীত ভিডিও মডেল
বয়স ৩৪ বছর
জন্ম তারিখ ২০ জানুয়ারি ১৯৮৫
জন্মস্থান বাংলাদেশের বগুড়া
জাতীয়তা বাংলাদেশী
রাশিচক্র জানা নেই
আবির্ভাব
প্রথম চলচ্চিত্র ২০১৭ সালের ১১ আগস্ট হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়।
শারীরিক অবস্থা
সেন্টিমিটার উচ্চতা ১৪৬ সেমি, ১.৪৬ মিটার, ৪ ফুট ৮ ইঞ্চি
কিলোগ্রাম মধ্যে ওজন ৫৬ কিলো
শারীরিক পরিমাপ বুকের ছাতি- ৩৪ ইঞ্চি,
কোমর আকার- ৩০ ইঞ্চি
বাহু- ১২ ইঞ্চি
জুতা আকার ৮ (মার্কিন)
চোখের রঙ কালো
চুলের রঙ কালো
পরিবারের সদস্য
পিতা আব্দুর রাজ্জাক
মাতা আশরাফুন বেগম
ভাই জানা নেই
বোন জানা নেই
ধর্ম মুসলিম
বৈবাহিক তথ্য
বিবাহিত অবস্থা বিবাহিত
প্রেমিকার নাম সাবিহা আক্তার সুমি
স্ত্রী সাবিহা আক্তার সুমি
সন্তান-সন্ততি তাদের দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। যথাক্রমে- আলো ও আঁখি এবং কবির।
শিক্ষাগত তথ্য
স্কুল পরিচিত জানা নেই
কলেজ জানা নেই
শিক্ষাগত যোগ্যতা জানা নেই
প্রিয় জিনিস
প্রিয় অভিনেতা-অভিনেত্রি জানা নেই
প্রিয় শখ জানা নেই
আয় প্রতিবেদন
নেট মুল্য জানা নেই
বেতন জানা নেই
হিরো আলম নামটি ফেইসবুক নামক ভার্চুয়ালে সবার কাছেই পরিচিত। অনেকের মনে অনেক প্রশ্ন কে এই হিরো আলম এইতো কিছু সময় আগে আমার এক আপু জানতে চাইলো সাকিব তুই কি হিরো আলম সম্পর্কে কিছু জানস, কে এই হিরো আলম–?
.
আমি বললাম,
গ্রামের সহজ সরল একটি ছেলে অভাব অনটনের সাথে লড়াই করে সে আজ হিরো আলম। সে ছিল একজন ডিশ অপারেটর এবং সিডি ক্যাসেট বিক্রি করতো পড়ালেখা মাত্র কাল্স সেভেন। গ্রামের মানুষের কাছে সে আশরাফুল আলম বাড়ি বগুড়া।
..
তার প্রতিভা মেধা দিয়ে সে আজ হিরো আলম –
ভালো ভালো ভিডিও বানিয়ে সেগুলো সৌশ্যাল নেটওর্য়াক ফেইসবুক ইউটিউভে আপলোড করতো। তার করা ভিডিও তার অভিনয় মানুষের কাছে ভাল লাগে দিন দিন বাড়তে থাকে তার ভিজিটর তা এখন লাখের উপরে। হিরো আলমের কর্মই থাকে গড়ে তুলেছে হিরো আলম।
.
কিন্তু তার এই কাজ তার এই ভিডিও এবং তাকে নিয়ে ফেইসবুকে কৌতুক হচ্চে ট্রল বানাচ্চে। আমরা যে কত নিচু জাতের তা আবারো প্রমান করছে অনেকের ওয়ালে ওয়ালে, টাইমলাইনে দেখতে পাচ্চি হিরো আলম কে নিয়ে পচিয়ে পোষ্ট করছে তাকে নিয়ে ট্রল বানাচ্চে। কিন্তু কেন হিরো আলম কি করলো তার অপরাদ কি -?
.
সে কালো বলে কি তার অপরাধ, তার দাত চকচকে সাদা না বলে কি তার অপরাদ, সে মৃখ্য গ্রামের বলে কি তার অপরাদ।
..
-এইতো গত পরশু ক্রিকেটার তাসকিন আহম্মেদ এবং মুশফিকুর রহিম হিরো আলমের সাথে ছবা তুলে তাদের অফিশিয়াল পেইজে আপলোড করেছে। এতে যেন অনেকের বাব দাদার সম্পদ নষ্ট হয়ে গেছে।
.
মুশফিক, তাসকিনের সাথে হিরো আলম কেন ছবি তুললো এটা মনে হয় আলমের অনেক বড় ভুল হয়ে গেছে! এর জন্যেই কিছু সমলোচকদের কাছে হিরো আলম হয়েছে কৌতুকের পাত্র।
সে বাংলাদেশের নাগরিক তার স্বাধীনতা আছে ” পারলে আপনিও তাসকিন, মুশির সাথে ছবি তুলে দেখান।
–
একজাতের স্মার্ট উপস্থাপকরা হিরো আলম কে নিয়ে নানান রকম নেগেটিভ প্রশ্ন করে তাকে গাবড়ে দিচ্চে এই তো কিছুদিন আগে এক উপস্থাপক তাকে বলে –
আপনি এটা কি করলেন শাকিব খানের ভাত তো মেরে দিছেন.? হিরো আলম কি উত্রর দিলো জানেন, সে সহজ ভাবে বললো কি যে বলেন ” কোথায় শাকিব খান ভাই আর কোথায় আমি। তার এই প্রশ্ন থেকেই বুঝা ঝায় সত্যি হিরো আলম মহৎ হৃদয়ের মানুষ।
.
তিনি যেন এক সত্যিই হিরো, যা ইচ্ছে
হয়েছে তাই করেছেন। কারোর কাছে
হাত পাতেননি। কারোর কাছে ধার চাননি, নিজের মেধা আর সাহস দিয়ে অর্জন করেছেন হিরো আলম নাম।
নিজেই নির্মাণ করেছেন
নিজের স্বপ্ন। আবার তা নিজেই
প্রচার করেছেন নিজের ক্যাবল
নেটওয়ার্কে, ইউটিউবে, ফেসবুকে।
আর এখন তা লাখ লাখ মানুষ দেখছেন।
আর এ পর্যন্ত তিনি তৈরি করেছেন
কমপক্ষে ৫০০ মিউজিক ভিডিও।
বানিয়েছেন দুটি নাটক। সামনে আছে
আরও বড় পরিকল্পনা। আছে রূপালি
পর্দার হিরো হওয়ার স্বপ্নও। এই ভাবেই সে তার কাজ কে নিয়ে যাচ্চে উচ্চাতায়।
.
কিন্তু এ’দেশের কিছু স্মার্ট উপস্থাপক এবং কিছু ফেইসবুকাররা ছেলে টা কে নিয়ে কৌতুক শুরু করেছে ”
কেন ভাই – আপনারা তার উন্নতি সহ্য করছেন না কেন.?
.
আপনাদের সমলোচকদরে মুখ বন্ধ করেন ’ কিছুদিন পর হয়তো পত্রিকার বিনোদন পাতায় পড়তে পারেন শাকিব খান, মিশা সওদাগরের, সাথে পর্দা ফাটাবেন আলম এবং নুসরাত ফারিয়ার নায়ক হতে যাচ্চে হিরো আলম।
.
প্রতিভা সবার থাকবে না, প্রতিভা
প্রত্যেকের থাকবার বস্তু নয়। শুধু তাই নয়,
প্রতিভা উপলব্দি করার ক্ষমতাও সব
মানুষের থাকে না। নিজের মনের
একটা নির্দোষ ইচ্ছেকে নিজের গাঁটের
টাকা খরচ করে বাস্তবে রূপ দিয়ে এতো
বড় অপরাধ হয়ে গেছে হিরো আলম এর! তাঁকে
আমরা ক্রমাগত চড়িয়ে চলছি বিদ্রুপের
শূলে! – থাকে আমরা কাকের সাথে তুলনা করছি (ছি: ছি: ছি:) ভাবতে অবাক লাগে মানুষের বিবেক দেখে
এটা কিন্তু মোটেও ঠিক না। এইতো গতকাল নিউজফিডে দেখতে পেলাম একজন তার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছে আজকাল কাকও হিরো হয়।
.
আমি তার অনেক গুলো ভিডিও দেখেছি এবং তার সম্পর্কে নিউজ পেপার এবং যতদুর জেনেছি সে ভালো একজন মানুষ তার করা ভিডিও গুলো সুম্পর্ন অশ্লীল মুক্ত।
– ক’দিন পর গুগলে তার নামটি সার্চ দিলে হয়তো হিরো আলম উইকিপিডিয়া আসবে আর আপনে যে তাকে নিয়ে কৌতুক, ট্রল করছেন আপনার নামটি গুগলে সার্চ দিলে আসবে Not fout found.
এত সমলোচনা না করে যদি পারেন তাহলে এই হিরো আলমের মতই একজন হয়ে দেখান তাই সমলোচনা না করে নিজে একজন হিরো আলম হয়ে দেখান।
.
মনে রাখবেন হিরো আলম যদি দুড়া কাক হয় আপনি কিন্তু মূয়র নন।
হাওরের রাজকন্যা মিঠামন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান মিঠামইন, এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় নায়ক, হিরো আলম হাওরের রাজকন্যা ,রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর বাড়ি মিঠামন মাতালেন, এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মাতাবেন,দুই বাংলার জনপ্রিয় নায়ক হিরো আলম,দুই বাংলার জনপ্রিয় হিরো আলম, বরিশালে উদ্যোক্তা মেলায় মঞ্চ মাতালেন.,হিরো আলমের ফোন নাম্বার হিরো আলম কত টাকার মালিক হিরো আলমের শিক্ষাগত যোগ্যতা হিরো আলম ছবি Who is the hero of Bangladesh হিরো আলম গান, বাংলাদেশের সুপারস্টার হিরো, হিরো আলমের আরবি গান,শুভ সকাল কিশোরগঞ্জ মিঠামবন মেলা কনসার্ট যাচ্ছি,, সবাই দোয়া করবেন,শুভ সকাল কিশোরগঞ্জ মিঠামবন মেলা কনসার্ট যাচ্ছি সবাই দোয়া করবেন ,আমাদের জন্য?😘হিরো আলমের মোবাইল নাম্বার ,Who is the hero of Bangladesh, গুগলে বাংলাদেশের সুপারস্টার কে, বাংলাদেশের সুপারস্টার হিরো, হিরো আলমের আরবি গান, হিরো আলমের জীবনি, হিরো আলম সুমি আক্তার, হিরো আলম কত টাকার মালিক,Hero Alom Life Story , হিরো আলম এর জীবন কাহিনী , কে এই হিরো আলম? , Hero Alom Biography, hero alom,Hero Alom Life Story,হিরো আলম এর জীবন কাহিনী,কে এই হিরো আলম?