গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইবাদত মাতুব্বর আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি পেয়েছেন ৫৩৬৩ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহ নাজিম উদ্দিন পেয়েছেন ৫২৭১ ভোট।
বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান উদ্দিন বেসরকারিভাবে এ তথ্য জানান।
এদিন সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ১৫ হাজার ৯ শ’ ৩২ ভোটারের মধ্যে মোট ১১ হাজার ৪ শ’ ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ব্রিটিশ ভারতে স্বাধীন রাজাদের মোট সংখ্যা ছিল ৫৬৫টি
চলতি বছরের ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির (৭২) মারা যান। তারই পরিপ্রেক্ষিতে বুধবার উপজেলার বাটিকামারী ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।