গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন অন্তর্গত খাগবাড়ি গ্রাম একটি প্রসিদ্ধ গ্রাম।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন অন্তর্গত খাগবাড়ি গ্রাম একটি প্রসিদ্ধ গ্রাম। গ্রামটি বছরের প্রায় ছয় মাস পানিতে নিমজ্জিত থাকে। এ গ্রামের কিছু বাড়ি বছরের প্রায় দশ মাসই কাঁদা ভেঙে বাড়িতে উঠতে হয়।যে বাড়িটি সারা বছর পানি বেষ্টিত থাকে সেই বাড়ি থেকে প্রথম খাগবাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।আমাদের গ্রামটি একটি সুবিধা বঞ্চিত একটি গ্রাম। এক সময় যোগাযোগ ব্যবস্থা বলতে বর্ষায় নৌকায় যাতায়াতকে বুঝাত।বাকি পায়ে হেটে চলতে হত।একটি মডেল প্রাইপারি ছিল এই গ্রামের একমাত্র সামাজিক প্রতিষ্ঠান। এখান থেকে ৫ম শ্রেণি পাস করে বেশির ভাগ পার্শ্ববর্তী গ্রামে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতেন।সেই অনেকই পার হতে পারতেন না।এখন এই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে, দুটো প্রাথমিক বিদ্যালয় আছে। পুরাতন কালি মন্দির এ গ্রামের একটি বিশেষ আকর্ষণ। এ ছাড়া গ্রামটির সাথে শ্রী শ্রী বিষ্ণু মন্দির জড়িত আছে। গোপালগঞ্জ কোটালীপাড়া ইউনিয়নের বাড়ি

Leave a Reply