তরকারিতে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে মেরেই ফেলল ইয়ামিন!

বগুড়ার ধুনটে তরকারিতে লবন বেশি দেওয়ার কারণে মিথিলা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন আলীর বিরুদ্ধে।

শুক্রবার সকাল ৫টার দিকে পুলিশ স্বামীর ঘর থেকে মিথিলার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। একই সাথে ইয়ামিন আলীকে (২৫) আটক করেছে পুলিশ। ইয়ামিন আলী একই এলাকার চর জোলাগাতী গ্রামের সাইফুর রহমানের ছেলে।

সে পেশায় নির্মান শ্রমিক। মিথিলা উপজেলার পিরহাটি গ্রামের অটোভ্যান চালক রেজাউল করিমের মেয়ে।

 

নিহতের বাবা রেজাউল করিম জানান, প্রায় ৭ বছর আগে ইয়ামিনের সাথে মিথিলার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। সুখেই কাটছিল তাদের সংসার জীবন। কিন্ত মিথিলার ভাগ্যে সুখ বেশি দিন টিকে থাকেনি। বিয়ের ৩ বছর পর বাড়ির পাশে এক নারীর সাথে ইয়ামিন পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয় মিথিলা। এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। এতে ইয়ামিন ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন সময়য়ে মিথিলার শরীরে সিগারেটের ছ্যাকা, মাথার চুল কর্তনসহ ন্যাক্কারজনক কাজ করতো। এ বিষয় নিয়ে উভয় পরিবারের মাঝে দফায় দফায় সালিশী বৈঠক করে কোন সুরাহা পাওয়া যায়নি।

বাংলাদেশে মহামারীর কি শেষের শুরু?

এদিকে এ ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মিথিলার লাশ উদ্ধার ও ইয়ামিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিহত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থাসহ সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply