ত্রুটি খুঁজে দেওয়ায় ভারতীয় যুবককে ₹65 কোটি পুরস্কার Google-এর

Android এর ভুল ধরার জন্য এক ভারতীয় ইঞ্জিনিয়রকে 8.7 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দিল টেক জায়েন্ট Google। তাঁর নাম আমান পান্ডে (Aman Pandey)। 2021 সালে আমান একাই 232টি ভুল ধরেছিল। যেগুলি নিয়ে পরবর্তীতে কাজ করে ত্রুটিমুক্ত করছে Google।

Google-এর তরফে চালু আছে Vulnerability Reward Program। মূলত Google-এর কোনও প্রডাক্টের মধ্যে প্রযুক্তিগত ত্রুটি থাকলে সেবিষয়ে জানাতে পারেন যে কোনও ইঞ্জিনিয়র বা প্রযুক্তিবিদ। এবং ত্রুটির বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে Google কে জানাতে হয়। এবং যদি তাঁদের বক্তব্য সঠিক হয় তাহলে Google এর তরফে তাঁদের পুরস্কৃত করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল।

Android এর বিভিন্ন সমস্যা এবং ত্রুটি চিহ্নিত করেন আমান পান্ডে। এবং তিনি সেগুলি Google-কে জানান। Android Vulnerabilities Rewards Program-টিমের তরফ থেকে শারা জেকবস (Sarah Jacobus), জানিয়েছেন, আমান সর্বপ্রথম 2019 সালে Android এর ত্রুটি চিহ্নিত করেন। এবং সেটা Google-কে জানিয়েছিলেন তিনি। এবং সর্বমোট 280 টি ত্রুটি চিহ্নিত করতে পেরেছেন। যা Android Vulnerabilities Rewards Program-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু Android না, Google Chrome, Google Search, Play store এবং Google এর অন্য প্রডাক্টেরও ত্রুটি খুঁজে বের করেছেন।

ত্রুটিগুলির কারণে কী সমস্যা হতে পারে?

ওই ত্রুটিগুলি থাকলে অনেক সময় নিরাপত্তায় ঘাটতি হতে পারে। হ্যাকাররা ওই ত্রুটি খুঁজে বের করে তার মাধ্যমে ঢুকে যেতে পারে এবং সাধারণ ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারে। সেকারণে এই সমস্যাগুলি সারিয়ে তোলা প্রয়োজন।

আমান পান্ডেকে Google এর তরফে 8.7 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় অঙ্কে যা প্রায় 65 কোটি টাকার সমান। শারা জেকবস জানিয়েছেন, এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ পুরস্কার মূল্য। 2020 থেকে 2021 এর মধ্যে পুরস্কার মূল্য প্রায় 3 মিলিয়ন মার্কিন ডলার বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Read More- ১৫ মিনিটেই কাজ শেষ, পেলেন সাড়ে চার কোটি টাকা

Leave a Reply