স্পেনের এক মহিলা নিজের ফেসবুক পেজে সাপের মতো দেখতে তিন চোখ আর দুই মাথাওয়ালা অদ্ভুতদর্শন এই প্রাণিটির ছবিটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, কেউ কি বলতে পারবেন এটা কী জাতীয় প্রাণি? ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কেউ বলেছেন, সাপের কাটা মাথা, কেউ বলেছেন কোনও এলিয়েন্স এবং আরও কত কী। কিন্তু ছবিটি ভাল করে দেখার পর অনেকেই ধরতে পারেন, আসলে এটি এক জাতীয় শুঁয়ো পোকা। নাম এলিফ্যান্ট হক মথ।
এই শুঁয়োপোকা কখনও সাপের মতো, কখনও আবার হাতির শুঁড়ের মতো আকার ধারণ করতে পারে। শিকারের হাত থেকে বাঁচতেই নাকি সে এমন রূপ নেয়। পৃথিবীতে অনেক প্রজাতির শুঁয়ো পোকা রয়েছে। বিজ্ঞানীরা এই অদ্ভুতদর্শন প্রাণিটি সম্পর্কে জানলেও সাধারণ মানুষের কাছে সে আগন্তুক। স্প্যানিশ মহিলার ক্যামেরায় ধরা পড়ে এখন রীতিমতো সোশ্যাল মিডায়ার হিরো এলিফ্যান্ট হক মথ।