আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী ২৫ জুন দক্ষিণবঙ্গের কোটি মানুষের আবেগ পদ্মা সেতুর উদ্বোধন হতে চলেছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই নতুন এবং পুরাতন বেশকিছু অপারেটর তাদের রুট ঘোষণা করেছে। পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ হয়ে যে নতুন যে সকল অপারেটর সার্ভিস প্রোভাইড করবে তাদের একটি তালিকা তুলে ধরা হলো।
দুয়ার খুলছে স্বপ্নের পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর রোববার (২৬ জুন) ভোর থেকে এই সেতু দিয়ে চলাচল করবে যানবাহন। টোল নির্ধারিত হয়েছে আগেই। পরে যাত্রীবাহী বাসসহ যানবাহনগুলোর ভাড়া নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের ১২ রুটের বাসভাড়ার পাশাপাশি চট্টগ্রাম-খুলনা, কক্সবাজার-বরিশাল ও চট্টগ্রাম-বরগুনা রুটের নতুন ভাড়াও ঠিক করে দিয়েছে বিআরটিএ।
জানা যায়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল কার্যকরের প্রজ্ঞাপন এখনো হয়নি। সেজন্য বিআরটিএ ওই টোল বাদ দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। বাসে ৪০ আসন ধরে ভাড়ার তালিকা করা হয়েছে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য এই ভাড়ার তালিকা কার্যকর হবে না।
ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। বিআরটিএর তালিকা অনুসারে, সায়েদাবাদ থেকে বরিশালে যেতে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া হবে ৪২১ টাকা। সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৩৯২ টাকা।
সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৫৩৭ টাকা। সায়েদাবাদ থেকে ৭৩ কিলোমিটার দূরত্বের জন্য শরীয়তপুর রুটে ভাড়া দিতে হবে ২২৬ টাকা।
এছাড়া ঢাকা-পিরোজপুর ৫৩২ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫১৯ টাকা, ঢাকা-মাদারীপুর ৩১৩ টাকা, ঢাকা-সাতক্ষীরা ৬৫৪ টাকা, ঢাকা-ফরিদপুর ২৯২, ঢাকা থেকে বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২২৬ এবং ঢাকা-কুয়াকাটা রুটে ৭০১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম থেকেও এখন ঢাকা হয়ে বাস যাবে দক্ষিণাঞ্চলে। কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ৫৫৪ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এক হাজার ৩৪৯ টাকা। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে খুলনার দূরত্ব ৪৬৯ কিলোমিটার, ভাড়া এক হাজার ১৪৯ টাকা। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে বরগুনার দূরত্ব ৪৯৫ কিলোমিটার, ভাড়া ধরা হয়েছে এক হাজার ২২৩ টাকা।
আগে ঢাকাসহ দেশের মধ্য-পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু হয়ে যাতায়াতের মাধ্যম ছিল মাওয়া ঘাটের ফেরি। ঈদসহ বিভিন্ন সময়ে এই ফেরিঘাটে সেজন্য থাকতো যানবাহনের লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা ভুগতে হতো নারী, শিশু, রোগীসহ যাত্রীদের। কিন্তু পদ্মা সেতুর কল্যাণে এখন সেই ভোগান্তি আর থাকবে না বলে আশা করছেন এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের মানুষ।
মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, আপাতত ২৩ রুটে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে এর সংখ্যা বাড়ানো যেতে পারে।
এখন ঢাকা–খুলনা রুটে ১৬টি এবং ঢাকা–যশোর রুটে ২টি, বিআরটিসির মোট ১৮টি বাস চলাচল করে। এসব পুরোনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে।
২৬ জুন থেকে যেসব রুটে বাস বাস চলবে, সেগুলো এসি বাস হবে। পরে অবশ্য নন–এসি বাস চালুর ভাবনা আছে বিআরটিসির।
বিআরটিসির জেনারেল ম্যানেজার মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকার বিভিন্ন ডিপো থেকে ২৩টি রুটে বাসগুলো পরিচালনা করা হবে। এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা আশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে।
যেসব রুটে বিআরটিসির বাস চলবে, সেগুলো হলো:
- ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা
- ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল
- ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা
- ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল
- ঢাকা (গুলিস্তান) থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর
- ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর
- ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী
- ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর
- ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট
- নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া
- নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানি
- ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর
- ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
- ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা
- ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর
- ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর
- ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট
- ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট
- ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল
- কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
- বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
- ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
- ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব