ফ্রান্সে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। ওই মামলায় মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের আরো দুজনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গণসংযোগ বিভাগের ডিসি মো. ফারুক হোসেন। গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করা হলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়।
মামলায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
ডিসি মো. ফারুক হোসেন জানান, বিদেশে বসে পিনাকী ভট্টাচার্য সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছেন। তিনি ফ্রান্সে অবস্থান করছেন। তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা পিনাকী ভট্টাচার্য একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কয়েক বছর ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। পিনাকী ভট্টাচার্য নানা বিষয়ে সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে থাকেন।