বজ্রপাত কেড়ে নিল দিনাজপুরের ৭ প্রান।

মো সালাউদ্দিন সুপ্রিয় হানিফ(দিনাজপুর)প্রতিনিধি

আজ আনুমানিক বিকাল ৪ টার দিকে দিনাজপুরের ভিন্ন ভিন্ন দুই জায়গায় বজ্রপাতে ৭ জনের মৃত‍্যু এবং ৩ জনের অবস্থা আশংকা জনক।এম আব্দুর রহিম হাসপাতালের সর্বশেষ তথ‍্য মতে জানা যায়,দিনাজপুর সদরের ৪ নং শেখপুরা ইউপির ৮ নং রেলঘুন্টি এলাকায় মিম,মেহেদী,আপন ও সাজ্জাদ নামের ৪ শিশু মোবাইলে গেম খেলতে মগ্ন থাকে এবং হঠাৎ ঘটনাস্থলেই বজ্রপাতে তাদের মৃত‍্যু হয় এছাড়াও তাদের সাথে থাকা ৩ শিশু মমিনুল,আতিক,সাজু এরা প্রানে বেচেঁ গেলেও তাদের অবস্থা আশংকাজনক।যাদের প্রত‍্যেকের বয়স ১০-১৭ এর মধ‍্যে।এ নিয়ে এলাকায় শোকের আহাজারি উঠেছে।অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত(ওসি) সুব্রত কুমার সরকার থেকে জানা যায়,চিরিরবন্দর দক্ষিন সুখদেব পাড়ার সাইমুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক(২৫),মোকসেদ আলীর পুত্র নুর ইসলাম(২৮),আলতাফ হোসেনের পুত্র আব্বাস আলী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,বিকেল ৪.৫ টার দিকে রাজ্জাক,নুর ইসলাম ও আব্বাস নিজ বাড়ির পাশ্ববর্তী পুকুরে মাছ ধরতে যায এবং বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত‍্যু হয়।পরিবারের সদস‍্যরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত হিসেবে ঘোষনা করে।

Leave a Reply