Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
বাংলা গান, গানের কথা, লিরিক্স , Bangla Song and Lyrics

বাংলা গান Lyrics of Bangla Song ক দিয়ে গানের লিরিক্স Part -2

আমার সারাদেহ খেয়ো গো মাটি – এন্ড্রু কিশোর

আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ক দিয়ে গানের লিরিক্স

রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
ধরনঃ বিবিধ
গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন
সুরকারঃ পল্লীকবি জসিম উদ্দিন
গেয়েছেনঃ শচীন দেব বর্মণ
অ্যালবামঃ কই গেলা রঙিলা

কখনো জানতে চেওনা
ধরনঃ আধুনিক
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ সাইফ
গেয়েছেনঃ সাইফ
অ্যালবামঃ কখনো জানতে চেওনা

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
ধরনঃ আধুনিক
গীতিকারঃ আগুন
সুরকারঃ আইয়ুব বাচ্চু
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

ইদানিং আমার
ধরনঃ আধুনিক
গীতিকারঃ আগুন
সুরকারঃ আগুন
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

জীবনের প্রতিটি
ধরনঃ আধুনিক
গীতিকারঃ বাকীউল আলম
সুরকারঃ আলী আকবর রুপু
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

ও আকাশ তুমি
ধরনঃ আধুনিক
গীতিকারঃ আগুন
সুরকারঃ আইয়ুব বাচ্চু
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

জীবনের সব সুখ কেড়ে নিয়ে
ধরনঃ আধুনিক
গীতিকারঃ বাকীউল আলম
সুরকারঃ আলী আকবর রুপু
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

যতই বলো না সব
ধরনঃ আধুনিক
গীতিকারঃ বীপু রহমান
সুরকারঃ আগুন
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

ও আমার নিঠুর স্বপ্ন
ধরনঃ আধুনিক
গীতিকারঃ বাসন্তী গোমেজ
সুরকারঃ আলী আকবর রূপু
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

ঝড়ো বেদনার মত
ধরনঃ আধুনিক
গীতিকারঃ আগুন
সুরকারঃ আগুন
গেয়েছেনঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি

তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
গেয়েছেনঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ
অ্যালবামঃ কত যে মিনতি

কতো স্বপ্ন দেখেছি
ধরনঃ আধুনিক
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ পঙ্কজ উদাস
অ্যালবামঃ কতো শপ্ন দেখেছি

কি দিয়া যে কি করি
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ রথীন্দ্র নাথ রায়
অ্যালবামঃ কথা দিলাম

See also  গ দিয়ে গানের লিরিক্স

ভালবাসা দিয়ে মোরে এত সুখ দিয়েছ
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ নার্গিস পারভীন
অ্যালবামঃ কন্যা বদল

ভেঙ্গেছে ডানা দুটো আমার
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ কপিয়ার
অ্যালবামঃ কপিয়ার ২

পারবেনা ফেরাতে এই মন
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ কপিয়ার
অ্যালবামঃ কপিয়ার ২

নয়ন মোহন শ্যাম নয়ন ছাড়িয়া মোরে এ মধু থাকো এ পরাণে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ শৈলেন রায়
সুরকারঃ রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেনঃ সন্ধ্যা মুখোপাধ্যায়
অ্যালবামঃ কমললতা

সে বিনে আর জানে না জানে না এ মন
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ শৈলেন রায়
সুরকারঃ রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেনঃ সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র
অ্যালবামঃ কমললতা

ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে?
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ শৈলেন রায়
সুরকারঃ রবীন চট্টোপাধ্যায়
গেয়েছেনঃ সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র
অ্যালবামঃ কমললতা

আধো আলো ছায়াতে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ কিশোর কুমার ও আশা ভোঁসলে
অ্যালবামঃ কলঙ্কিনী কঙ্কাবতী

মাটির মানুষ হইয়ারে তুই
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ মাহবুব তালুকদার
সুরকারঃ শেখ সাদী খান
গেয়েছেনঃ সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ কলমীলতা

লেখাপড়া করলে গুরুজনকে মানলে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ শেখ সাদী খান
গেয়েছেনঃ শাম্মী আখতার
অ্যালবামঃ কলমীলতা

Leave a Reply