ভারতের একজন সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। কিন্তু তার গাওয়া ও সুর করা ‘কাঁচা বাদাম’ গানটি এখন বিশ্বখ্যাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানটির আলোচনা এখন সুদূর আফ্রিকা মহাদেশে। ভুবন বাদ্যকরের সঙ্গে ‘কাঁচা বাদাম’ গাওয়ার ইচ্ছা করেছেন জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’।
ভারতের ঝাড়খন্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাঁচা বাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই। যদিও বাদাম বিক্রি ছেড়ে ভুবন এখন নিজেও গায়ক হওয়ার স্বপ্নে বিভোর।
ভুবন বাদ্যকরের ভাষায়, ‘বাদাম আর বিক্রি হবে বলে মনে হচ্ছে না। এবার গানের দিকেই মন দেবো। গান লিখবো। বাদাম কী করে বিক্রি করবো? ওটাই তো আর হচ্ছে না। ভাইরাল হওয়ার পর থেকে বাদাম বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আর বাদাম বিক্রি হবে না। লোকজনকে গান শোনাতে শোনাতে সময় কেটে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বা ইউটিউবাররা আসছে সেখান থেকে কিছু রোজগার হচ্ছে। সকাল থেকেই বাড়িতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে। গান লেখার সময় পাচ্ছি না। গান লেখা ও গাওয়ার ইচ্ছা আছে।’