মার্কিন আকাশসীমায় নিষিদ্ধ হলো রুশ ফ্লাইট

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার প্রশাসন রাশিয়ার বাণিজ্যিক এবং ব্যক্তিগত সব ফ্লাইটকে মার্কিন আকাশসীমায় নিষিদ্ধ করছে। ইউরোপীয় দেশগুলো এবং কানাডা একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, এই নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করবে এবং এর অর্থনীতির ওপর আরও চাপ তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান রাশিয়ান মুদ্রা রুবল এবং শেয়ার বাজার ইতোমধ্যে যথাক্রমে ৩০ শতাংশ এবং ৪০ শতাংশ দর হারিয়েছে।

২৭ কি.মি হেঁটে ইউক্রেন থেকে পোল্যান্ডে এক বাংলাদেশি!

প্রেসিডেন্ট বাইডেন আমেরিকান নাগরিকদের ইউক্রেনীয় জনগণের দৃঢ় ইচ্ছাশক্তি থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারবেন, কিন্তু তিনি কখনই ইউক্রেনীয় জনগণের হৃদয় এবং মন জয় করতে পারবেন না।’

 

Leave a Reply