রক্তের জরুরি প্রয়োজনে কোথায় যাবেন ? For Donation of Blood ‘স্বেচ্ছায় রক্তদানে’রক্ত সংগ্রহ করে দেওয়া যাদের কাজ

ইসমাইল জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কুতুববাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার জন্য থাকেন জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকার একটি মেসে। কৃষক পরিবারের সন্তান ইসমাইল বাড়ি থেকে লেখাপড়ার তেমন খরচ পান না। টিউশনি করে নিজের খরচ জোগান। একই সঙ্গে কিছু টাকা বাঁচিয়ে এ সংগঠনের পেছনে ব্যয় করেন।

 

একজন রোগীকে বাঁচাতে রক্ত লাগার খবর আসে ইসমাইল হোসেনের কাছে। কিন্তু তাঁর কয়েক দিন আগেই তিনি অন্য এক রোগীকে রক্ত দিয়েছেন। ফলে তিনি রক্ত দিতে পারছিলেন না। করোনার কারণে রক্ত দেন, এমন কয়েকজন বাড়িতে চলে গেছেন।

আর যে দু-একজন ছিলেন, তাঁরা হাসপাতালে যেতে চাইছিলেন না। এ ব্যর্থতা তাঁকে স্বেচ্ছায় রক্তদানের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রেরণা জোগায়। গত বছরের ১৩ মে তিনি ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ গড়ে তোলেন। এ গ্রুপের সদস্যসংখ্যা প্রায় চার হাজার। তাঁদের মধ্য থেকে নিয়মিত রক্ত দেন, এমন ১৫০ জনের একটি তালিকাও করা আছে। তাঁরা ডাক পেলে মানুষকে রক্ত দিতে ছুটে যান।

এ গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকায় বিনা মূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম চালান। নানা শ্রেণি-পেশার মানুষকে রক্তদানে উৎসাহী করেন। এ ছাড়া থ্যালাসেমিয়া রোগ সম্পর্কেও মানুষকে সচেতন করার প্রচার-প্রচারণা চালান। এ কাজে যে অর্থ ব্যয় হয়, সেটা নিজেরাই দেন। এ ছাড়া নিজের খরচে রক্ত দিতে যান। সব মিলিয়ে এই উদ্যোগ চালিয়ে নিতে গিয়ে আর্থিকভাবে হিমশিম খেতে হয়।

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Tag:

রক্তদান নিয়ে স্ট্যাটাস, রক্তদান সংগঠনের নাম, জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, রক্ত দানের উপকারিতা, রক্ত দানের স্লোগান, রক্তের গ্রুপ রক্তদান নিয়ে কিছু কথা, রক্তদান নিয়ে বক্তব্য

blood bank list in dhaka, blood bank dhaka, blood bank dhaka contact, all blood bank contact number, blood bank number sandhani, blood bank Blood, Bank Dhaka Blood donation rules,

রক্ত দাতা ডোনার গ্রুপগুলো, ব্লাড ব্যাংক রক্ত, কোথায় পাওয়া যায়, কিভাবে সংগ্রহ করবেন, একজন মুমূর্ষু রোগীর জন্য, Bella blood dono,r collection blood, bank of Bangladesh

Leave a Reply