রাওয়াতের মৃত্যু নিয়ে মজা! প্রতিবাদে ইসলাম ছেড়ে হিন্দুত্বের পথে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করার অভিযোগ। প্রতিবাদে ইসলাম ধর্ম ছাড়লেন আলি আকবর (Ali Akbar)। সস্ত্রীক হিন্দুত্বের পথে জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, সম্প্রতি বিপিন রাওয়াতের (Bipin Rawat) অকাল মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন আলি আকবর (Ali Akbar)। অভিযোগ, তাঁর পোস্টে বহু মানুষ মজার স্মাইলি দিয়ে রিঅ্যাক্ট করেন। এতেই ক্ষুব্ধ পরিচালক। তিনি জানান, যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে মজা পান তারা ‘দেশদ্রোহী’। একটি ভিডিওতে জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক বলেন, “জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর।”

 

Leave a Reply