উদ্বেগে রয়েছেন তসলিমা নাসরিন। সালমান রুশদির ঘটনার পর যেন একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছেন এই বাংলাদেশী লেখিকা। কারণ গত ১৩ আগস্ট পাকিস্তানে এক বিরাট সভায় মুসলিম ধর্মগুরু নতুন করে তসলিমাকে‘হত্যা’র কথা উল্লেখ করেছেন! ইসলাম বিরোধী মন্তব্যের জন্য বেশ কয়েকটি ফতোয়া জারি করা হয়েছে তসলিমার বিরুদ্ধে। নারীর প্রতি নিপীড়ন এবং ধর্মের সমালোচনা করে তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন, তার বেশ কিছু কাজ বাংলাদেশে, তার জন্মভূমিতে নিষিদ্ধ। তিনি ১৯৯৪ সাল থেকে নির্বাসিত জীবনযাপন করছেন। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ বছরেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন। নতুন ফতোয়া প্রসঙ্গে তসলিমা জানিয়েছেন, ”অতীতে আমার বিরুদ্ধে একাধিক ফতোয়া জারি হলেও এই প্রথম কেউ এত বিশাল সমাবেশের সামনে আমার নাম ঘোষণা করেছে এবং আমাকে হত্যার দাবি জানিয়েছে।এতে কে না বিরক্ত হবে? আমার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলেই বুঝতে পারবেন, রুশদির ঘটনার পর অনেকেই লিখছে, পরবর্তী নিশানা আমি। টুইটগুলো রেখে দেওয়া উচিত নাকি মুছে ফেলব, বুঝতে পারছি না। হয়তো রেখে দেওয়াই ভাল। কারণ আমার সঙ্গে সত্যিই এমন কিছু ঘটে গেলে মানুষ অন্তত জানতে পারবে।
আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান
সূত্র : ইন্ডিয়া টাইমস