শিক্ষক সমাজ জাতীয়করন জন্য ঐক্যবদ্ধ, সরকারের বিরুদ্ধে নয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদসহ সকল শিক্ষক ও কর্মচারী সংগঠন জাতীয়করনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে আছে। জাতীয়করন করতে পারেন বা নাই পারেন মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় আপনি শিক্ষকদের কথা শুনুন,তাদের আয়ত্বে বা আস্তায় আনুন।তাদের ডেকে কথা বলুন।তাদের সংখ্যা দেখে বিচার করবেন না।যাদের প্রেসক্লাবে দেখছেন তারা সংখ্যায় কম,ভাবছেন তাদের মত গুটি কয়েক শিক্ষক ক্লাস না করালে তেমন কোন ক্ষতি হবে না।আপনি যাদের প্রেসক্লাবে দেখতে পাচ্ছেন না, ভাবছেন তারা ক্লাসে আছে।মোটেই না তারা ক্লাসে থাকলেও মন তাদের প্রেসক্লাবে। মনের ইচ্ছের বিরুদ্ধে কাউকে দিয়ে কিছু করানো যায় না। দাবি আদায়ের জন্য শিক্ষকবৃন্দ আজ ঐক্যবদ্ধ, সরকারের বিরুদ্ধে নয়।

Leave a Reply