নবগ্রাম ইউনিয়ন চলবল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, পল্লী চিকিৎসক, মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু অনিলচন্দ্র মহাশয় অদ্য সকাল ৯টা ৩০ মিনিটে ইহলোকের মায়া ত্যাগ করে
পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজন কে শোকের সাগরে ভাসিয়ে মহাকালের যাত্রায় যোগ দিয়েছেন।
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। শ্রীযুক্ত বাবু অনিলচন্দ্র মহাশয় আত্মার চিরশান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজন পুত্র কন্যা আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদের শোক সহিবার শক্তি দান করুন।
নবগ্রাম ইউনিয়ন চলবল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, পল্লী চিকিৎসক, মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু অনিলচন্দ্র বারই দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা বেড নং -৪৭, ৪র্থ তলা, ট্রাফিক ব্লিডিং ভর্তি ছিল পরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় এক সাধুর তত্ত্বাবধানে ছিল । সেখানে থাকা অবস্থায় দেহ ত্যাগ করেন। ।