জন্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস এলেও আসেননি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। নানা রকম কারণ উঠে আসার পর জানা যায়, একটি বিজ্ঞাপনের শুটিং করতে যাওয়ায় বিপিএলের ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশনে আসেননি তিনি। এ নিয়ে বিতর্কেরও শেষ নেই। সাকিবের এমন কাণ্ডের কারণে বরিশালকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এবারের বিপিএলে অবশ্য পূর্ণ বায়ো-বাবল রাখেনি বিসিবি। নতুন মডেল ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) মেনে চলেছে আসরটি। যা অনেকটা বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ের মতোই। তবে ততো কড়াকড়ি নেই। জরুরি প্রয়োজনে বাবলে থাকা কেউ টিম হোটেল ছাড়তে পারবেন। কিন্তু সাকিব গিয়েছিলেন বিজ্ঞাপন চিত্রের শুটিং করতে। তা আদৌ জরুরী প্রয়োজনের মধ্যে পড়ে না।
পদ্মভূষণে মাইক্রোসফটের নাদেলা ও গুগলের পিচাই
সাকিবের এমন কাণ্ডে শাস্তির হুমকি দিয়ে শুক্রবার বিপিএলের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু এটা ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে আমরা ছাড় দেইনি।’
ফ্র্যাঞ্চাইজির দায়টাই বেশি দেখছেন বিসিবি সভাপতি, ‘ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে শোকজ করা হয়েছে। বায়ো-বাবল ভেঙে বাইরে গেল কীভাবে? কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কীভাবে বায়ো-বাবল মেইনটেইন করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।’
কাজে খুশি হয়ে কর্মীকে মার্সিডিজ উপহার!
ফাইনালের আগে সাকিবের বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়া কীভাবে সম্ভব হলো জানতে চাইলে নাজমুল আরও বলেছেন, ‘টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। নিশ্চিত। তবে অবশ্যই কেউ আইন ভাঙবে, এটার প্রশ্নই ওঠে না।’
সব মিলিয়ে শেষটা সুখকর হলো না বরিশালের জন্য। কুমিল্লার কাছে ফাইনালে একেবারে তীরে এসে তরী ডুবেছে দলটির। মাত্র ১ রানের হার। আর সে ধাক্কা সামলাতে না সামলাতে এবার নিজেদের ভুলের কারণ দর্শাতে হবে দলটিকে। হয়তো অপেক্ষা করছে কঠিন কোনো শাস্তিও।