বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানে যার পারফরম্যান্স মানেই নিশ্চিত সফলতা তিনি নোরা ফাতেহি। সর্বত্রই তিনি সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। নানান ধরনের সুন্দর ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন যাতে ভক্তরা রীতিমত চমকে যান। একজন মেডেলের সঙ্গে সঙ্গে নোরা ফাতেহি, তিনি ভাল নৃত্য শিল্পীও বটে।
প্রি মর্ডান ডান্সিং ও ড্রেসিং সেন্সের জন্য সর্বত্রই বিখ্যাত। এইবার ফটোশুটের মাঝেই ফ্যানেদের জন্য দুটি রিল ভিডিও শুট করেছেন এই অভিনেত্রী। সেই ভিডিওতেও নজর কেড়েছেন আবেদনময়ী নোরা। সাম্প্রতিক সময়ে হটনেস ও বোল্ডনেসে সানি লিওনিকে টেক্কা দিচ্ছেন নোরা।