সিপিবি ঢাকার সভাপতি সুকান্ত, সাধারণ সম্পাদক আবিদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে সুকান্ত শফি চৌধুরী কমলকে সভাপতি ও আবিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগলা প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী।

এ সময় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী ও অনিরুদ্ধ দাস অঞ্জন উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে সাভার, আশুলিয়া, ধামরাই, নবাবগঞ্জ ও দোহার এলাকার ৭২ জন ডেলিগেট অংশ নেন।

কমিটির অন্য সদস্যরা হলেন– আব্দুর রহিম, আব্দুল মান্নান, মোবারক হোসেন ঝন্টু, সিকিম আলী, মাসুদ আহমেদ, মোহাম্মদ শাজাহান, ইদ্রিস আলী, ইসরাফিল আলম, আরিফুল ইসলাম, ফিরোজ কাজী, এমাদুল হক, আসলাম উদ্দিন, রুহুল আমিন, ফরিদ আহমেদ ও সাজেদা খাতুন। কমিটির পদবণ্টন পরবর্তী সময়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

গঠনতন্ত্র অনুসারে এই জেলা কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে।

Leave a Reply