সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করায় বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের জয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচে টসে হারে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের পেসে বিধ্বস্ত হয়ে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা: প্রাণিসম্পদ মন্ত্রী

তাসকিন তুলে নেন পাঁচ উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলকে জেতাতে ১৪টি চারের মারে ৮৭ রানের হার না মান ইনিংস খেলেন তামিম ইকবাল। লিটন দাস ৪৮ রান করে ফিরে যান।

Leave a Reply