সোনায় মোড়ানো বাংলা মোদের | Tata chowdhury| Sonay morano bangla moder

সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে

সোনায় মোড়ানো বাংলা
কথা ও সুর:মকসুদ আলী খান সাঁই

সোনায় মোড়ানো বাংলা মোদের
শ্মশান করেছে কে,
এ হিয়া তোমায় আসামির মত
জবাব দিতেই হবে।।

শ্যামল বরণ সোনালী ফসলে

ছিল যে সেদিন ভরা নদী
নির্ঝরে সদা বয়ে যেত পূত
অমৃত ধারা অগ্নি দহনে সে সুখ
স্বপ্নদগ্ধ করেছে কে।।

আমরা চেয়েছি ক্ষুধার অন্ন
একটি স্নেহের নীড়
নগদ পাওনা হিসেব কষিয়া

আরেকটি গান : Jhum jhum jhumra nach neche ke elo go

ছিলনা লোভের ভিড়।
দেশের মাটিতে আমরা ফলাব
ফসলের কাঁচা সোনা
চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে
হায় রে উন্মাদনা
এই বাঙালীর বুকের রক্তে
বন্যা বহালো কে।।

Leave a Reply