*হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য অর্জন করলেন ধানমন্ডি মডেল থানা* -এম.জেড.মাসুদ:

একের পর এক ভরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের সফলতা অর্জন করেছেন বরাবরের মতো ধানমন্ডি মডেল থানা। গত ৫ ই আগস্টের পর অনেক ভুক্তভোগীদের মোবাইল পথিমধ্যে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। অনেকে ভয়ে থানায় যায় না বা সাধারণ ডায়রি ও করেন না।

এতে অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু যারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছেন, বেশিরভাগ ভুক্তভোগী ব্যক্তিদের আইএমই সঠিক থাকলে খুব দ্রুততার সহিত নিজ দায়িত্বে উক্ত থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে দিচ্ছেন, ধানমন্ডি থানার সফল এ এস আই (নিরস্ত্র) এস এম আসাদুল ইসলাম।

 

বরাবরের মতন এবারও এক ভুক্তভোগী আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মরত সহকারী ব্যবস্থাপক মোঃ মাসুম জাহিদ গত ২৮ শে ফেব্রুয়ারি ২৫ ইং তারিখে ধানমন্ডি এলাকার পথিমধ্যে তার ব্যক্তিগত মোবাইল ভিভো ওয়াই ১৭এস হারিয়ে যায়। তৎক্ষণাৎ ওই ভুক্তভোগী উপায়ান্তর না পেয়ে স্ব-শরীরে ধানমন্ডি মডেল থানায় উপস্থিত হয়ে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি করেন। ওই দিনই মোবাইল উদ্ধারে দায়িত্ব পান এএসআই (নিরস্র)এসএম আসাদুল ইসলাম।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য অর্জন করলেন ধানমন্ডি মডেল থানা -

ব্যাস যেই কথা সেই কাজ। শুরু হয়ে গেল ওই তদন্তকারী তদন্ত। তদন্তের একপর্যায়ে গত ১০ইমার্চ(মাত্র ১০ দিনে) উক্ত ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করে ফেলেন। পরে ভুক্তভোগীকে মোবাইল ফোনে জানানো হয় তার মোবাইলটি থানায় এসে নিয়ে যাওয়ার। এক পর্যায়ে ১২ই মার্চ ভুক্তভোগী থানায় স্ব- শরীরে হাজির হলে বিকেলে ডিউটি অফিসারের রুমে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইলটি ভুক্তভোগীর হাতে হস্তান্তর করেন। এভাবে একের পর এক সফলতা অর্জনে ধানমন্ডি মডেল থানার মুখ উজ্জ্বল করছেন ,এএসআই (নিরস্র)এসএম আসাদুল ইসলাম।

Leave a Reply