অতীত স্মৃতি ” ~~~~~~~  কলমে~ রমেশ বালা । 

“অতীত স্মৃতি ”

~~~~~~~

কলমে~ রমেশ বালা ।

তোমার সাথে আমার প্রথম দেখা

প্রথম শ্রাবণ মাসে,

তোমার জন্য নয়ন আমার

আজও জলে ভাসে।

 

তখন ছিল ভরা নদী

ফুঁসে উঠতো কুল,

আমায় তুমি ছেড়ে গেলে

কি ছিল আমার ভুল?

 

তোমার আছে অনেক স্মৃতি

মনে কাটে রেখা,

স্মৃতি গুলো মনের খাতায়

ঘুরে ঘুরে হয় দেখা।

 

তোমার ফেলে আসা স্মৃতি গুলো

আজও মনে পরে,

তাইতো আমি বেঁচে আছি

তোমার স্মৃতি ধরে।

 

আমার এই মনের রাজ্যে

বাধলোনা কেউ ঘর,

ক্ষণিকের জন্য এসেছিলে তুমি

এখন তুমি পর।

 

চোখের জলে তোমার ছবি আঁকি

মনের ক্যানভাসে,

দেখা নাহি যায় ছবি

প্রাণে শুধু ভাসে।

 

কথা দিয়ে ছিলে তুমি

আসবে একদিন ফিরে,

তাইতো আমি স্বপ্ন বুনি

আজও তোমাকেই ঘিরে।

Leave a Reply