অস্কারে চড়-কাণ্ড নিয়ে মুখ খুললেন ক্রিস

চলতি বছরের ২৮ মার্চ অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় সোজা মঞ্চে উঠে ক্রিসকে কষে এক চড় মারেন এ অভিনেতা। সেই ঘটনার পর উইল স্মিথ ক্ষমা চেয়েছেন ক্রিস রকের কাছে। অস্কার কর্তৃপক্ষ ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্মিথকে। তাঁর স্ত্রী জাডা গত জুন মাসে প্রথমবার ঘটনাটি নিয়ে মুখ খোলেন। তবে একবার ক্ষমা চাইলেও আলোচিত-সমালোচিত ঘটনাটি নিয়ে বিস্তারিত বলেননি স্মিথ।

চার মাস পর গত জুলাইয়ে মুখ খোলেন তিনি। এক ভিডিও বার্তায় আবারও ক্রিসের কাছে ক্ষমা চান স্মিথ। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ অভিনেতা বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। ওই সময় আমার ওই আচরণ করার কোনো কারণই ছিল না। তবে যেহেতু মানুষ, আমি ভুল করেছি। ক্রিস, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য। তুমি যখনই চাইবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।’

কবি কামিনী রায় এবং তাঁর সংক্ষিপ্ত জীবনী

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লিভারপুলে এক শো চলার সময় ওই ঘটনা নিয়ে মন্তব্য করেন ক্রিস। শোর কোপারফরমার ডেভ চ্যাপেল একপর্যায়ে জিজ্ঞেস করেন, ওই বাজে ঘটনায় (অস্কারে চড়-কাণ্ড) আঘাত পেয়েছিলেন কি না? উত্তরে ক্রিস বলেন, ‘ঠিক…ওই (প্রকাশ অযোগ্য) কৌতুক করা নিয়ে আমাকে আঘাত করে, যা ছিল আমার বলা সবচেয়ে সুন্দর কৌতুক।’

অস্কারে চড়-কাণ্ড নিয়ে মুখ খুললেন ক্রিস
ক্রিস রকছবি : সংগৃহীত

ওই আলোচিত-সমালোচিত ঘটনাটি নিয়ে কথা বলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ডেভ চ্যাপেলও। তিনিও উইল স্মিথকে ধুয়ে দেন, ‘গত ত্রিশ বছর ধরে পারফেক্ট এক মানুষ হিসেবে উইলের পরিচিতি ছিল। কিন্তু তার মুখোশ খুলে যাওয়ার পর দেখা গেল, সে আমাদের মতোই কুৎসিত একজন। ওই ঘটনার পর ফল যা–ই হোক…আশা করি, সে আবার মুখোশ পড়বে না, নিজের আসল চেহারা নিয়েই বাঁচবে।’

Leave a Reply