আজানে লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় ভারতীয় আদালতের

ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে উত্তেজনার মধ্যেই এ বিষয়ে এক রায়ে উত্তর প্রদেশের ইলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিলো- আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।

সম্প্রতি উত্তর প্রদেশের বদায়ু জেলার বিসৌলি মহকুমার এক মসজিদ কর্তৃপক্ষ আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে। কিন্তু মহকুমাশাসক অনুমতি না দেয়ার মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে হাইকোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট।

হেলিকপ্টারে বাড়ি গেলেন সেই নায়ক-প্রযোজক রাজ

উত্তর প্রদেশ সরকার সম্প্রতি সে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানোর জন্য সরকারি অনুমোদন নেয়া ‘বাধ্যতামূলক’ করেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থাতেই যেন লাউডস্পিকারের শব্দ ওই সংশ্লিষ্ট ধর্মস্থানের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply