আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং ল্যাব এইড হাসপাতালের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল একাদশ এবং ল্যাব এইড গ্রুপ হাসপাতাল একাদশ 16 ওভার এর এক  প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ধানমন্ডি কলাবাগান স্টাফ কোয়াটার মাঠে ।

 

ক্রিকেট ম্যাচ

টসে জিতে আনোয়ার খান মর্ডান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় 16 ওভার ল্যাবএইড 192 রানের টার্গেট দেয়। পরবর্তীতে ব্যাট করে আনোয়ার খান মর্ডান 137 রান করে 10 উইকেটে 12.5 ওভারে অলআউট হয়ে যায়। 17 বলে 57 রান করে এবং তিন উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় সোহান ল্যাবএইডের।

 

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক ও ধ্বংসাত্মক: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ক্রিকেট ম্যাচ

 

ম্যাচ পরিচালনায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে মাসুদুর রহমান মাসুদ এবং আরিফ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মার্শাল দেওয়ান । উল্লেখযোগ্য যে আনোয়ার খান মর্ডান পি হসপিটালের ডাক্তার রোবায়েত শেখ গিয়াস উদ্দিন 22 বলে 46 রান ও তিন ওভারে 2 কে উইকেট নেয়। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল একাদশের টিম ম্যানেজার ছিলেন আবু সাঈদ।

ক্রিকেট ম্যাচ

প্রথমবারের মত ১৫ মার্চ বাংলাদেশে আসছেন সুবর্ণ আইজ্যাক!

Leave a Reply