Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ইউক্রেনে রকেট হামলায় নিহত বেতাগীর হাদিসুর

ইউক্রেনে রকেট হামলায় নিহত বেতাগীর হাদিসুর

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ২৮ নাবিক এখনো অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সবাই চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন।

নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে।

হাদিসুরের নিহতের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে সাজিদ বলেন, ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। বাকিরা ভালো আছেন।

পুতিনের ধারণাই নেই কী ঘটতে চলেছে : বাইডেন

kalerkanthoবাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক জানতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ঘটনার শোনার পর আমি বেশ কবার জাহাজের ক্যাপ্টেন নুর ই আলম সিদ্দিকীকে ফোনে চেষ্টা করেছি। কিন্তু জাহাজের ব্রিজে আগুন লাগায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। ফলে নিশ্চিতভাবে বলতে পারছি না এখন জাহাজ এবং নাবিকদের অবস্থা কেমন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

Leave a Reply