ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ৫৩০০ সেনা নিহত

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে গত চার দিনে আনুমানিক ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন এই দাবিটি এমন এক সময়ে করলো যার একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক হতাহতের খবর নিশ্চিত করে। তবে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি মস্কোর কোনো কর্মকর্তা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, কিয়েভের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে গত চারদিনে রাশিয়ার প্রায় ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। এ সময় পরমাণু শক্তিধর দেশটির ১৯১ টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধ বিমান, ২৯টি হেলিকপ্টার, ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

মধ্যপ্রদেশ থেকে মিলল ৬৫ মিলিয়ন বছর পুরনো সাতটি ডাইনোসরের ডিম

তবে ইউক্রেন সরকারের করা এ দাবি স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি বিবিসি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধের প্রথম পর্যায়ে রাশিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের প্রচুর সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে।

Leave a Reply