Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
উর্বশীর ৪৫ কোটি টাকা দামের পোশাকে এমন কী আছে

উর্বশীর ৪৫ কোটি টাকা দামের পোশাকে এমন কী আছে

ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন উর্বশী রাউতেলা। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আলোচনার টেবিলে থাকছেন নিয়মিত। সবচেয়ে কম বয়সে মিস ওয়ার্ল্ডের বিচারক হয়ে তাক লাগিয়েছেন। এবার দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও চমকে দিলেন সবাইকে।

উর্বশী প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি আরব ফ্যাশন উইকে দুইবার অংশ নিয়েছেন। তবে খবরের শিরোনামে উঠে এসেছে তার গায়ের পোশাক। সোনালী রঙের সেই পোশাকের দাম শুনলে যে কেউ চমকে যাবেন।

খবরআন্তর্জাতিকভারতকে ঝটকা দিয়ে ভারতের শত্রুর সঙ্গে চুক্তি করল টেসলা, বড় সিদ্ধান্ত এলন মাস্কের

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, উর্বশীর এই পোশাকের দাম ৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৫ কোটি টাকার বেশি! হাই থাই স্লিট গাউনটিতে রয়েছে স্বর্ণ ও হীরার মিশ্রণ। চোখ ধাঁধানো পোশাকটির ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমান্তল। তিনি এর আগে বিশ্বজয়ী গায়িকা জেনিফার লোপেজের পোশাকও ডিজাইন করেছিলেন।

উর্বশী রাউতেলা মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছিলেন ২০১৫ সালে। তবে এর আগে ২০১৩ সালেই বলিউডে অভিষেক হয় তার। তার প্রথম সিনেমা ছিল ‘সিং সাব দ্য গ্রেট’। অবশ্য তিনি আলোচনায় আসেন ২০১৬ সালের ‘সানাম রে’ সিনেমার মাধ্যমে।

বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নায়িকা হিসেবে সাফল্য পাননি উর্বশী। তাই ফ্যাশন জগতেই ব্যস্ত হয়েছেন।

 

 

Leave a Reply