“একটি কবিতা”  কলমে~ রমেশ বালা। 

“একটি কবিতা”

 কলমে~ রমেশ বালা।

একটি কবিতা আবৃতি করা হবে রেসকোর্স ময়দান মাঠে,

এই কথাই ছড়িয়ে পড়ল

বাংলার পথ ঘাটে।

 

কানায় কানায় পূর্ণ হইল জনসমুদ্র হইল মাঠ,

রাজনীতির কবি মঞ্চে উঠিয়া কবিতা করিলেন পাঠ।

 মুজিবের মুখে একেই কথা ছিল. একই ছিল সুর,

বাংলাকে আমরা মুক্ত করিব

হায়নাদের করিব দূর।

সাতই মার্চের ভাষণ শুনিয়া

উঠিল জনতা জেগে,

দুর্বার গতিতে প্রতিরোধ হইল

যুদ্ধ হইল প্রবল বেগে।

কোন ভেদাভেদ ছিলনা সেদিন ছিল শুধু মুক্তিকামী দল, রেসকোর্স ময়দান পূর্ণ হইল তাই নামল জনতার ঢল।

দিনে দিনে ভারী হচ্ছে জীবনযাত্রার বোঝা

স্বাধীনতার মূল মন্ত্রে ছিল

সাতই মার্চের ভাষণ,

ভালোবেসে জাতি তাইতো মুজিবকে দিলেন

 পিতার শ্রেষ্ঠ আসন।

Leave a Reply