Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
dailynewstimesbd

একনজরে ভূমি এপটির কন্টেন্ট সমূহঃ

ভূমি জরিপের জ্ঞান আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনের অভাবেই আমাদের সমাজে এত মামলা-মোকদ্দমা এবং জমিজমা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।  আমরা শিক্ষিত হওয়া সত্বেও অনেকেরই এই ভূমি জরিপের প্রাথমিক জ্ঞানটুকুও নেই। আমরা সাধারনত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোটামুটি সবাই জ্যামিতি নিয়ে পড়ালেখা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জ্যামিতিকে  শুধু বই-পুস্তকের জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি অথচ আমাদের নিজের জমির পরিমাণ কতটুকু সেটা হিসাব করারও আমাদের সেই জ্ঞানটুকুও নেই। তাই সকালের কথা মাথায় রেখে আমি ভূমি জরিপ বিদ্যাকে সবার আয়ত্তের মধ্যে আনার জন্য কিছু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের নিকট আজকে উপস্থিত হয়েছি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। এই অ্যাপের আরো বিশেষ কয়েকটি দিক হলো আপনারা ভূমি জরিপের বিভিন্ন স্কেল সম্পর্কে অবগত হতে পারবেন।  এছাড়া কোন খতিয়ান কিভাবে কোন বৈশিষ্ট্য দেখে আপনারা চিনতে পারবেন? সেই সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

একনজরে ভূমি এপটির কন্টেন্ট সমূহঃ

১ম দিন

আমিন কাহাকে বলে?
জরিপবিদ্যা কি? উৎপত্তি কোথায় ও কিভাবে?
জরিপ বলতে কি বুঝায়?
ভূমি জরিপের তিনটি উদ্দেশ্যঃ
পৃথিবীর আকারের উপর ভিত্তি করে জরিপকে ২ ভাগে ভাগ করা যায়
কাজের প্রকৃতি অনুসারে জরিপ ৩ প্রকার,
গান্টার চেইন বা গান্টার শিকলঃ
কম্পাস জরিপঃ
শিকল কত প্রকার ও কি কি?
দিয়ারা জরিপঃ

২য় দিন

জরিপের প্রকারভেদ ও খতিয়ান পর্বঃ
১। মঘী জরিপ
২। সিএস জরিপ
৩। আরএস জরিপ
৪। এস এ জরিপ
৫। বিএস জরিপ

৩য় দিন

খতিয়ান পরিচিতি
১। সি এস খতিয়ান চেনার উপায়ঃ
২। আর এস খতিয়ান চেনার উপায়ঃ
৩। এসএ / পিএস / এমআরআর/ আরওআর খতিয়ান চেনার উপায়ঃ
৪। বিএস খতিয়ান চেনার উপায়ঃ
খতিয়ানের ইউনিট
খতিয়ানের এই ইউনিট গুলোকে নিম্নে সাংকেতি চিহ্ন দ্বারা দেখানো হলঃ

৪র্থ দিন

অপটিক্যাল স্কোয়ার্ড কি? এটার সাহায্য যেভাবে সরজমিনে ৯০ ডিগ্রী কোন তৈরী করা যায়?
অপটিক্যাল স্কোয়ারড যন্ত্রটি ঠিক আছে কিনা তা কিভাবে পরীক্ষা করা যায়?
ফিতা বা রশির সাহায্যে কিভাবে সমকোণ তৈরি করা যায়?
Adopted Station কি? এটা নির্ণয় করার প্রক্রিয়া কি?
নির্ণয় করার পদ্ধতিঃ
পর্চাঃ
জে, এল, নম্বরঃ
ওয়াকফঃ
মাঠ বুঝারত

এটেস্টেশন বা তহছদিকঃ
৩০ বিধিঃ
চূড়ান্ত প্রচারঃ
বাটা দাগঃ
জরিপ সংক্রান্ত ৭৫ শব্দের অর্থঃ

৫ম দিন

জ্যামিতি ও ভূমির আকার আকৃতি
ব্যবহারের দিক থেকে জ্যামিতিকে দুইই ভাগে ভাগ করা হয়েছে।
যথাঃ
ক। ব্যবহারিক জ্যামিতি
খ। তাত্ত্বিক জ্যামিতি

সমতল জ্যামিতিঃ
১। বিন্দুঃ
২। রেখাঃ

রেখা দুই প্রকার, ক। সরল রেখা এবং খ। বক্র রেখা।
ক। সরল রেখাঃ
খ। বক্ররেখাঃ

সমান্তরাল সরল রেখাঃ
৪। কোণঃ
কোন প্রধানত ৩ প্রকার,
যথা
ক। সমকোন, খ। সূক্ষ্ণকোন, গ। স্থূলকোণ

ক্ষেত্রঃ এক বা একাদিক রেখা দ্বারা সীমাবদ্ধ স্থানকে ক্ষেত্র বলে। ক্ষেত্র প্রধানত ৪ প্রকার যথা।
ক। চতুর্ভূজ
খ। ত্রিভূজ
গ। বৃত্ত
ঘ। বহুভূজ

নিয়মিত চতুর্ভূজ পাঁচ প্রকার যথাঃ
ক। আয়তক্ষেত্র – Rectangle
খ। বর্গক্ষেত্র – Square
গ। সামন্তরিক – Parallelogram
ঘ। রম্বস – Rhombus
ঙ। ট্রাপিজিয়াম – Trapezium
আয়তক্ষেত্র কি এবং সূত্রঃ
বর্গক্ষেত্র কি এবং সূত্রঃ
সামন্তরিক কি এবং সূত্রঃ
ট্রাফিজিয়াম কি এবং সূত্রঃ
অনিয়মিত চতুর্ভূজঃ (Ir-Regular Quardrilateral) কি এবং সূত্রঃ
ত্রিভূজ (Triangle) কি এবং সূত্রঃ
কোণ ভেদে ত্রিভূজ ৩ প্রকার যথাঃ
১। সমকোণী ত্রিভূজ
২। সূক্ষ্মকোনী ত্রিভূজ
৩। স্থুলকোণী ত্রিভুজ
বৃত্ত (Circle) কি এবং সূত্রঃ

৬ষ্ঠ দিন

যন্ত্র পরিচয়ঃ
১। গুনিয়া
২। ফুট স্কেল / থ্রী থার্টি স্কেল (স্বচ্ছ / ট্রান্সপারেন্ট)
৩। ডায়াগোনাল গান্টার স্কেল (প্লাস্টিক বা ফিতল) (স্বচ্ছ/ ট্রান্সপারেন্ট)
৪। গ্রাফ স্কেল (প্লাস্টিক/স্বচ্ছ/ট্রান্সপারেন্ট)
৫। একর কম্ব (স্বচ্ছ/ট্রান্সপারেন্ট)
৬। ডুপ্লেক্স গান্টার স্কেল (স্বচ্ছ/ ট্রান্সপারেন্ট)
৭। ডিভাইডার / কাঁটা কম্পাস
ভূমিতে পরিমাপের জন্য যে যন্ত্রগুলো লাগেঃ
৭। অপটিক্যাল স্কোয়ার্ড
৮। ল্যাজার ডিস্টেন্স মিটার
৯। শিকল
১০। ট্যাপ বা ফিতা
১১। প্লেইন টেবিল
১২। প্লেনি মিটার
১৩। কম্পাস (দিক নির্ণয়)
১৪। থিওডোলাইড

৭ম দিন

ভূমি পরিমাপ করতে আপনাকে যে এককসমূহের হিসাব সমূহ জানতেই হবেঃ

আমাদের দেশে প্রচলিত নকশা বা ম্যাপের যে কয়টি স্কেল হিসাব ব্যবহার করা হয়ঃ

ফুট স্কেলের সাথে গুনিয়া বা গান্টার স্কেল বা লিংক স্কেলের সম্পর্ক কিঃ

বিভিন্ন মাপের বা স্কেলিং এর নকশায় গুনিয়া ও ফুট স্কেলের প্রতি ঘরের মান কতঃ

সিএস খতিয়ান দলিল পরিচিতি ও হিস্যাঃ

সিএস খতিয়ান দলিল পরিচিতি ও হিস্যাঃ

খুঁটিনাটি

প্রতিবন্ধক বলতে কি বুঝায়? কোন প্রকারের প্রতিবন্ধক কিভাবে অতিক্রম কতে হয়ঃ

Leave a Reply