Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ওমিক্রনের প্রাথমিক ৫ লক্ষণ, মোটেই অবহেলা করবেন না

ওমিক্রনের প্রাথমিক ৫ লক্ষণ, মোটেই অবহেলা করবেন না

ওমিক্রনের প্রাথমিক ৫টি লক্ষণকে মোটেই অবহেলা করা যাবে না। কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বে কিছুদিন আগেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যা শুধু সংক্রামকই নয় বরং উচ্চ মাত্রার জ্বর, ক্রমাগত কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও রক্তে অক্সিজেন কমে যাওয়ার কারণ হয়েছিল।

 

ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। যদিও এতে আক্রান্তের সংখ্যা বেশি নয়, তবে আরও তীব্রতর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন এই স্ট্রেনের স্পাইক প্রোটিনে ৩০টিরও বেশি মিউটেশন আছে। যা অন্য স্ট্রেইনের মতো নয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এটি ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতা থেকেও বাঁচতে পারে। যা সবার জন্যই আতঙ্কজনক।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সার্স-কোভ-২ এর নতুন রূপ সহজেই যে কাউকে সংক্রামিত করতে পারে। যারা আগে করোনায় সংক্রমিত হয়েছেন এমনকি টিকাও নিয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। তবে গ্লোবাল হেলথ অ্যাজেন্সি বলেছে, ডেল্টার তুলনায় ওমিক্রনের হালকা প্রভাব পড়বে শরীরে।

 

প্রাথমিকভাবে যখন ওমিক্রন বৈকল্পিকটি প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করা হয়েছিল, তখন দক্ষিণ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজি (যিনি ওমিক্রন আবিষ্কারকারক প্রথম ব্যক্তি ছিলেন) বলেন, এতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তেমনই কোনো তীব্র সমস্যা দেখা দেয়নি। তারপর থেকেই বিভিন্ন চিকিৎসক ও বিজ্ঞানীরা ওমিক্রনের নতুন কিছু লক্ষণ তালিকাভুক্ত করেছেন-

 

>> যদিও আগের ভেরিয়েন্টের মতোই, কোভিডের ওমিক্রন হলে ক্লান্তি বা চরম ক্লান্তি বোধ হতে পারে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অতিরিক্ত ক্লান্ত ও কম শক্তি অনুভব করে। সব সময় বিশ্রাম নিতে ইচ্ছে করবে। যদিও ক্লান্তি বিভিন্ন কারণে হতে পারে।

 

>> ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজির মতে, ওমিক্রন দ্বারা সংক্রামিত ব্যক্তিরা গলা ব্যথার পরিবর্তে খুসখুসে ভাব ও জ্বালাপোড়ার অভিযোগ করেছেন, যা অস্বাভাবিক।

>> হালকা জ্বর হতে পারে। তবে তা নিজে থেকেই চলে যায়। যা আগের স্ট্রেনের তুলনায় একেবারেই হালকা লক্ষণ।

 

>> রাতে ঘাম ও শরীর ব্যথা হতে পারে। ঘামে কাপড় ও বিছানা ভিজে যেতে পারে। চিকিৎসকের মতে, এক্ষেত্রে শরীরে প্রচুর ব্যথা হতে পারে।

 

>> গলায় খুসখুসে ভাবের সঙ্গে শুষ্ক কাশিও থাকতে পারে। যদিও এটি আগের স্ট্রেনের মধ্যেও সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি ছিল। শ্বাসনালীতে প্রদাহ হলেই শুষ্ক কাশি হয়। এক্ষেত্রে কফ বের হয় না। তবে ওমিক্রন ভেরিয়েন্টে গন্ধ বা স্বাদ হারানোর খবর মেলেনি।

Leave a Reply