Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস শিখুন, ওয়ার্ডপ্রেস কি

ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যবহার করবেন?

আপনারা অনেকেই আমার কাছে ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যবহার করবেন তা জানতে চেয়েছেন। আশা করি আপনারা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না তাদের খুব সহজে একটা ধারনা দিতে পারব।

ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্সব্লগিং টুল বা সফটওয়্যার। এটি একটি ওয়েব বেইসড টুল। তাই শুধুমাত্র হোস্টিং এনভাইরনমেন্টেই আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারি। অর্থাৎ অনলাইনে হোস্টিং না থাকলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে। তবে কিছু স্পেশাল ওয়েতে আমরা অফলাইনেও আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারি। তার জন্য আমাদের কে পিসিতে ওয়াম্প জাতীয় সার্ভার ইন্সটল করতে হবে।

ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট (CMS) সফটওয়্যার হিসেবে বহুল ব্যবহারিত একটি টুল। এর এই জনপ্রিয়তার মুল কারন হলো এটি সম্পুর্ন ফ্রী এবং ব্যবহার করা খুব সোজা। অনলাইনে ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগিন এবং থিম ফ্রী তে পাওয়া যায় – এটিও আরেকটি কারন। একটি বিশাল কমিউনিটি এর ডেভেলপমেন্ট এর সাথে জড়িত আছে এবং অনবরত ওয়ার্ডপ্রেস আপডেট হয়ে যাচ্ছে।

Read more:পেপাল কি? পেপাল এর সুবিধা কি?

যারা ব্লগিং করতে আগ্রহী তাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশ ভালো ধারনা থাকতে হবে। আমরা ওয়েব স্কুলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধীরে ধীরে বিস্তারিত আলোচোনা করব।

যারা প্র্যাকটিস করার জন্য ওয়ার্ড প্রেস ব্লগ খুজঁছেন তারা ওয়ার্ডপ্রেস ডটকমএ ফ্রী রেজিস্ট্রেশান করে দেখতে পারবেন কিভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে।

History of WordPress:

এটি সর্বপ্রথম প্রকাশ পায় ২৭শে মে ২০০৩ সালে । আবিষ্কার করেন আমেরিকান ওয়েব ডেভোলপার ম্যাট মুলেনওয়েগ (Matthew Charles Mullenweg) এবং ইংরেজি ডেভোলপার মাইক লিটল (Mike Little) । ওয়ার্ডপ্রেস সর্বপ্রথম .৭ ভার্সন দিয়ে শুরু হয় । সর্বশেষ এটি ৫.৫ ভার্সন প্রকাশ পেয়েছে ১১ই আগস্ট ২০২০ সালে । এবং প্রতিনিয়ত এটি আপডেট হচ্ছে ।

Read more: পেনড্রাইভ কি ? | জেনে নিন আপনার পেনড্রাইভটি আসল না নকল

 

 

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস শিখুন, ওয়ার্ডপ্রেস কি কেন শিখব, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি, ওয়ার্ডপ্রেস থেকে আয়, ওয়ার্ডপ্রেস এর সাহায্যে কোনটি করা যায়, ওয়েবসাইট তৈরির খরচ, ওয়ার্ডপ্রেস কি, কেন শিখব ওয়ার্ডপ্রেস, টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস শিখে আয় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্স, ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে, ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন, ওয়েব ডিজাইন কিভাবে করব, ওয়ার্ডপ্রেস কি কেন শিখব, ওয়ার্ডপ্রেস শিখুন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি, ওয়ার্ডপ্রেস শিখে আয়, সিএমএস কি, ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন লাগে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ব্লগ কি

Leave a Reply