Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম

যুক্তবর্ণ লেখার নিয়ম তথা কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম জানাটা জরুরি। সময়ের তুলনায় মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে। যুগের তুলনায় মানুষের জীবনযাত্রা আধুনিক হয়েছে আগের চেয়ে অনেকগুন বেশি। জাদুর বাক্স নামে পরিচিত ইলেক্ট্রনিক্স যন্ত্র কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলছে। কাজের গতি বৃদ্ধি করেছে পূর্বের তুলনায় কয়েকগুণ বেশি।

তাইতো, যেকোনো ধরনের লেখালেখির কাজে মানুষ ব্যবহার করছে কম্পিউটারকে। একসময় কম্পিউটার শুধুমাত্র ইংরেজি টাইপের কাজে ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সাথে বাংলার ভাষা লেখালিখির পরিসর বেড়েছে। নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

তাই বাংলায় লেখালেখির কাজকে সহজ করে তুলতে বাংলা কি-বোর্ড আশির্বাদ রুপে আবির্ভূত হয়েছে। তাই বাংলা লেখাকে সহজ ও সাবলীল করে তুলতে আবিস্কার হয়েছে বাংলা কি বোর্ডের।

যুক্তবর্ণ লেখার নিয়ম

এক নজরে সম্পূর্ণ লেখা  দেখুন 

আজকাল চাকরির নিয়োগ পরীক্ষায় বাধ্যতামূলক করা হয়েছে (বাংলা+ইংরেজি) টাইপিং। এছাড়া অনলাইনে  ব্লগিং কিংবা বিভিন্ন কাজে টাইপিং করতে গেলে টাইপিং করাটা অত্যাবশ্যক। তাই বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে  যুক্তবর্ণ টাইপিং নিয়ে যারা হিমশিম খাচ্ছেন আমার আজকের ব্লগটি তাদের জন্য।

কম্পিউটারে বাংলা লেখার নিয়ম

কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় ২টি সফটওয়্যার হলো:

  • অভ্র (ফ্রি)
  • বিজয় (টাকা দিয়ে কিনতে হয়)

অভ্রতে বাংলা লেখার নিয়ম

  • প্রথমে অভ্র কি-বোর্ড ডাউনলোড করতে হবে।
  • তারপর যথারীতি আপনার পিসিতে ইন্সটল করতে হবে। এব তারপর কি-বোর্ড থেকে F12 অথবা স্ক্রিনশটিরে মত করে বাংলা সিলেক্ট করুন।
  • অভ্রতে বাংলা দুইভাবে লেখা যায় এক বিজয়ের মত করে। দুই ফনেটিক উপায়ে, যেমন আপনি ইংরেজিতে লিখলেন Ami Priyokzariyr dot kom e niymito lekha pori তাহলে এটা বাংলায় পরিবর্তন হয়ে আসবে = আমি প্রিয়ক্যারিয়ার ডট কম এ নিয়মিত লেখা পড়ি। এই জন্য Avro Phonetic নির্বাচন করতে হবে।

বিজয়ে বাংলা লেখার নিয়েম

কম্পিউটারে বাংলা লেখালিখির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কি-বোর্ড হলো বিজয়। ব্যক্তিগত কাজ হোক কিংবা কোন অফিসিয়াল কাজ, বাংলা লিখালিখির ক্ষেত্রে সকলের প্রথম এবং প্রধান পছন্দ হলো বাংলা কি-বোর্ড বিজয়। কম্পিউটারে আমরা বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি বিজয় কি-বোর্ড। বাংলা টাইপিংয়ে এক অনন্য জগতে নিয়ে গিয়েছে এই কি-বোর্ডটি।

ইংরেজি গ্রামার কিভাবে শিখব? ইংরেজি গ্রামার শেখার ৪টি সহজ উপায়

তাই, আপনি যদি বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে কোন কি-বোর্ড খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন বিজয় কি বোর্ড। তবে, কি-বোর্ড কেনার আগে অবশ্যই বাংলা অক্ষর সম্বলিত দেখে কিনুন।

  • কম্পিটাকে বাংলা  বিজয় কি বোর্ড দিয়ে লেখার জন্য উপযুক্ত করে তুলতে হলে সবার আগে সবার আগে বিজয় কি বোর্ড ইনস্টল দিতে হবে।
  • বিজয় সফটওয়্যারটি কম্পিউটার এ ইনস্টল হয়ে গেলে তা কম্পিউটার এ আগে সেট করে নিতে হবে।
  • কি-বোর্ডটিতে বাংলা লিখার জন্য বাংলা ফন্ট সেট করে নিতে হবে।
  • বাংলা ফন্ট সেট করার জন্য কি বোর্ডে Ctrl+Alt+B লিখে বাংলা ফন্ট চালু করতে হবে। কম্পিউটার এ  Ctrl+Alt+B টাইপ করলেই বাংলা ফন্ট SutonnyMJ আসবে। মূলত এই টি দিয়ে কম্পিউটার এ বিজয়ে বাংলা টাইপ করা হয়ে থাকে। মনে রাখবেন অনলাইনে লেখার জন্য ইউনিকোডে কি-বোর্ড সেট করে নিতে হবে এই জন্য টাইপ করতে হবে Ctrl+Alt+V

এমএস ওয়ার্ড Ctrl এর সকল শর্টকাট কী |all ms word ctrl shortcut key

যুক্তবর্ণ লেখার নিয়ম বিজয়

বিজয় কি বোর্ড ব্যবহারে সহজ এবং সেই সাথে যুক্তবর্ণ লেখার নিয়ম বেশ সহজ বিধায় সকলের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে, এই বাংলা কি-বোর্ডটি। অন্যান্য যে সকল বাংলা কি-বোর্ড সমূহ বাজারে রয়েছে সেই সকল কি-বোর্ড এ বাংলা টাইপিং করা গেলেও যুক্তবর্ণ টাইপ করতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। কিন্তু বিজয় কি বোর্ডে সহজে এবং নির্ভেজাল ভাবে যুক্ত বর্ণ টাইপ করা যায় বিধায় ছোট বড় সকলের প্রধান পছন্দ এই কি বোর্ড।

বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে যুক্ত বর্ণ টাইপ করা নিয়ে খানিকটা বিপত্তির মুখে পড়তে হয়। তাই, আজ আমি কিভাবে কম্পিউটারে সহজভাবে যুক্ত বর্ণ টাইপ করতে পারেন তার কিছু কিছু নমুনা তুলে ধরেছে। উক্ত নমুনা অনুসরণ করলে আপনি যেকোনো যুক্তবর্ণ খুব সহজে টাইপ করতে পারবেন।

  • ক্ত (ক+ত) = J+G+K রক্ত
  • ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষয়
  • হ্ম (হ+ম) = I+G+M ব্রাহ্মণ
  • ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
  • জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) জ্ঞান
  • ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ব্যঞ্জন
  • ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y কাঞ্চন
  • ব্ব (ব+ব) = H+G+H গহ্বর
  • ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) উল্ল্যেখযোগ্য
  • ত্ত (ত+ত) = K+G+K উত্তর
  • ত্র (ত+র) = k+Z একতারা
  • হৃ (হ+ ঋ) = I+A
  • সূহ্রদ ক্র (ক+র) = J+Z ক্রিকেট
  • ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z মন্ত্র
  • দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দগ্ধ
  • দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)উদ্ভব
  • ক্স (ক+স) = J+G+N রিক্সা
  • ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z নরেন্দ্র
  • ন্ধ (ন+ধ) = B+(Shift D +L) অন্ধ
  • ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) স্তব্ধ
  • ভ্র (ভ+র) = (Shift+H)+Z ভ্রমর
  • ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
  •  ম্ন (ম+ন) = M+G+B
  • ল্কা (ল+ক+া) = V+G+J+F উল্ক
  • শ্ম (শ+ম) = (Shift+M)+G+M শ্মামাম
  • ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J শুষ্ক
  • ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) কন্ঠ
  • ষ্প (ষ+প) = (Shift+N)+G+R বাষ্প
  • ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
  • ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
  • ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
  • ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
  • স্থ (স+হ) = N+G+(Shift+K) স্থান
  • স্ত্র (স+ত+র) = N+G+K+Z অস্ত্র
  • স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S স্ক্রুগজ
  • স্ক্র (স+ক+র) = N+G+J+Z স্ক্রল
  • স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
  • হ্ন (হ+ন) = I+G+B চিহ্ন
  • স্ফ (স+ফ) = N+G+(Shift+R) অস্ফালন
  • চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H সচ্ছ্বল
  • হ্ব (হ+ব) = I+G+H আহ্বান
  • ঙ্গ = Q+G+O অঙ্গ
  • শ্ব = (Shift+M)+G+H শ্বশুর
  • ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
  • দ্ম (দ +ম)=L+G +M, পদ্ম।
  • ট্ট (ট +ট )=T+G+T, কট্টর।

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 2 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ২

যুক্তবর্ণ লেখার নিয়ম অভ্র

আপনি চাইলে কম্পিউটারে অভ্র দিয়ে টাইপ করতে পারে। কম্পিউটারে টাইপিং করার ক্ষেত্রে অভ্র এবং বিজয় কি বোর্ড অনেক বেশি জনপ্রিয়। আপনি চাইলে বিজয়ের পাশাপশি অভ্র দিয়েও বাংলা টাইপিং করতে পারেন। সেক্ষেত্রে আগে আপনাকে আপনার কম্পিউটারে অভ্র সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।ডাউনলোড করে আপনাকে কিবোর্ড এ সুইচ করে বাংলা করে নিতে হবে। কীবোর্ড সুইচ করে, আপনি কম্পিউটারে বাংলা লিখতে পারবেন। বাংলা লেখার সময় আপনি সাজেশান প্রিভিউ পাবেন। যার মাধ্যমে আপনি অনেকটা নির্ভুলভাবে বাংলা টাইপিং করতে পারবেন।

ধরণের বাংলা টাইপিং করা হউক না কেন যে কি-বোর্ড ব্যবহার করা হউক না কেন যুক্তবর্ণ টাইপ করতে গেলে খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমি তাই আজ আপনাদের অভ্র দিয়ে যুক্ত বর্ণ টাইপের নিয়ম নিয়ে আলোচনা করব।

  • ক্ট = kT; যেমন: ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
  • ক্ট্র = kTr; যেমন: অক্ট্রয়
  • ক্ত = kt; যেমন: রক্ত
  • ক্ত্র = ktr; যেমন: বক্ত্র
  • ক্ন = kn; যেমন: বাচক্নবী
  • ক্ব = kw; যেমন: পক্ব, ক্বণ
  • ক্ম = km; যেমন: রুক্মিণী
  • ক্য = kZ; যেমন: বাক্য
  • ক্র = kr; যেমন: চক্র
  • ক্ষ = kkh; যেমন: পক্ষ
  • ক্ষণ = kkhN;
  • ক্ষ্ম = kkhm; যেমন: লক্ষ্মী (kkhmi)
  • ক্ষ্ম্য = kkhmZ; যেমন: সৌক্ষ্ম্য
  • ক্ষ্য = kkhZ; যেমন: লক্ষ্য
  • ক্স = ks; যেমন: বাক্স
  • খ্য =khZ; যেমন: সখ্য
  • খ্র = khrr যেমন; যেমন: খ্রিস্টান
  • গ্‌ণ = g,,N; যেমন – রুগ্‌ণ
  • গ্ধ = gdho; যেমন: মুগ্ধ
  • গ্ধ্য = gdhZ; যেমন: বৈদগ্ধ্য
  • গ্ধ্র = g,,dhr; যেমন: দোগ্ধ্রী
  • গ্ন = gn; যেমন: ভগ্ন
  • গ্ন্য = gmZ; যেমন অগ্ন্য
  • = র + ঘ + য; যেমন: দৈর্ঘ্য
  • র্ঙ্গ = র + ঙ + গ; যেমন: শার্ঙ্গ (ধনুর্বিশেষ)
  • র্চ্য = র + চ + য; যেমন: অর্চ্য (পূজনীয়)
  • র্জ্য = র + জ + য; যেমন: বর্জ্য
  • র্জ্জ = র + জ + জ; যেমন: ঊর্জ্জ
  • র্জ্ঞ = র + জ + ঞ; যেমন: দুর্জ্ঞেয়
  • র্ণ্য = র + ণ + য; যেমন: বৈবর্ণ্য (বিবর্ণতা)
  • র্ত্য = র + ত + য; যেমন: মর্ত্য
  • র্থ্য = র + থ + য; যেমন: সামর্থ্য
  • র্ব্য = র + ব + য; যেমন: নৈর্ব্যক্তিক
  • র্ম্য = র + ম + য; যেমন: নৈষ্কর্ম্য
  • র্শ্য = র + শ + য; যেমন: অস্পর্শ্য
  • র্ষ্য = র + ষ + য; যেমন: ঔৎকর্ষ্য
  • র্হ্য = র + হ + য; যেমন: গর্হ্য
  • র্খ = র + খ;

পরিশেষে

বাংলা টাইপিং এর ক্ষেত্রে যুক্তবর্ণ টাইপ করতে গেলে যে ঝামেলার সম্মুখীন হওয়া যেত আশা করি এই পোস্টটির পর সেই সমস্যা আর হবে।তাই বাংলায় লিখুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলার সাথেই থাকুন।

Leave a Reply