কাজী নজরুল ইসলাম সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

কাজী নজরুল ইসলাম সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এক নজরে দেখে নিনঃ

১. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২. কাজী নজরুল ইসলাম কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: তিনি জন্মগ্রহণ করেন ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ (২৪ মে ১৮৯৯) খ্রি:) চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান পশ্চিমবঙ্গ।

৩. কাজী নজরুল ইসলামের পিতা-মাতার নাম কি?
উত্তর: নজরুলের পিতার নাম, কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন।

৪. কাজী নজরুল ইসলামের দাম্পত্য সংগী কে ছিলেন?
উত্তর: নার্গিস আসার খানম এবং প্রমিলা দেবী(বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেন গুপ্তের নাম রাখা হয় প্রমীলা)।

৫. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৬. কাজী নজরুল ইসলামের জাতীয়তা লিখ?
উত্তর: ব্রিটিশ ভারতীয় (১৮৯৯-১৯৪৭), ভারতীয় (১৯৪৭-১৯৭৬), বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।

৭. কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ২৯ আগষ্ট, ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।

৮. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন ?
উত্তর: চল্লিশ বছর বয়সে।

৯. সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।

১০. নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে ?
উত্তর: ১৯৭৬সালের ১৮ই ফেব্রুয়ারী ।

১১. ‘ সৈনিক কবি’ কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।

১২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
উত্তর: বাউণ্ডূলের আত্নকাহিনী ।

১৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর: অগ্নিবীণা।

১৪. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯২২ সালে ।

১৫. কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’কাব্যের প্রথম কবিতা কোনটি ?
উত্তর: প্রলয়োল্লস।

 

১৬. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় ?
উত্তর: রক্তাম্বর ধারিণী মা ।

১৭. কাজী নজরুল কত বছর বয়সে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ?
উত্তর: ১৯৪২সালের ১০ ই অক্টোবর ৪৩বছর বয়সে ।

১৮. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে?
উত্তর: ১৯৭২সালের ২৪মে।

১৯. কাজী নজরুল ইসলামকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট উপাধি দেয় ?
উত্তর: ১৯৭৪ সালে।

২০. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবে নজরুলকে ডি. লিট উপাধি দেয় ?
উত্তর: ১৯৬৯সালে।

২১. ভারত সরকার নজরুলকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ?
উত্তর: ১৯৬০ সালে।

২২. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে নজরুল ইসলামকে জগত্তারিণী পুরস্কার প্রদান করেন ?
উত্তর: ১৯৪৫সালে ।

২৩. কাজী নজরুল ইসলাম কত সালে ২১শে পদক পান ?
উত্তর: ১৯৭৬সালে।

২৪. কতসালে নজরুল স্বাধীনতা পুরস্কার পান ?
উত্তর: ১৯৭৭ সালে।

২৫. বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত হয়েছিল?
উত্তর: ৩য়।

 

২৬. ‘ বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: অগ্নিবীণা।

২৭. ‘ কান্ডারী হুসিয়ার ‘ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত ?
উত্তর: অগ্নিবিনা।

২৮. ‘ দারিদ্র্য’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর: সিন্ধু হিন্দোল ।

২৯. ‘ সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৩০. কাজী নজরুল ইসলাম ‘ সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসগ করেছিলেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ।

৩১. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ?
উত্তর: ধূমকেতু।

৩২. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন ?
উত্তর: আনন্দময়ীর আগমন ।

৩৩. কাজী নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তর: বাঁধনহারা (১৯২৭)।

৩৪. কাজী নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর: যুগবাণী (অক্টোবর ১৯২২)।

৩৫. কাজী নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?

উত্তর: তুর্কমহিলার ঘোমটা খোলা (প্রকাশ: কার্তিক ১৩২৬)।

৩৬. নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তর: ঝিলিমিলি (১৩৩৪, নওরোজ)।

৩৭. নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কী?
উত্তর: বিষের বাঁশী (প্রকাশ: আগষ্ট ১৯২৪/ বাজেয়াপ্ত: ২৪ অক্টোবর ১৯২৪)।

৩৮. বাংলা কাব্যে সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৩৯. কাজী নজরুল ইসলামের ‘ মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভুমি কি ?
উত্তর: নদীয়ার চাঁদ সড়কের জনজীবন ।

৪০. বাংলা সাহিত্যের ‍মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৪১. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর: বাংলা একাডেমিতে।

৪২. ‘ চক্রবাক’ কার রচনা ?
উত্তর: নজরুলের রচনা।

৪৩. কাজী নজরুল ইসলামের ‘ বুলবুল’ কি ধরনে গ্রন্থ ?
উত্তর: গানের বই ।

৪৪. কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি?
উত্তর: ২৩টি  ।

৪৫. কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: নির্ঝর।

আরও পড়ুনকাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ

৪৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
উত্তর: ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), দৈনিক নবযুগ (১৯৪১) ।

৪৭. নজরুল ইসলামের ‘পদ্মখরো’ গল্পের নায়িকা কে ?
উত্তর: জোহরা।

৪৮. কাজী নজরুল ইসলামের ‘ সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: লাঙ্গল পত্রিকায়।

৪৯. ‘ সর্বহারা’ কাব্যের লেখক কে ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৫০. কাজী নজরুল ইসলামের ‘ ছায়ানট’ কি ধরনের গ্রন্থ ?
উত্তর: কাব্যগ্রন্থ।

৫১. ‘ বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন ?
উত্তর: নজরুল ইসলাম।

৫২. কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ এর নাম লিখ?
উত্তর: কাব্যে আমপারা , রুবাইয়াত্ -ই- হাফিজ, রুবাইয়াত্ -ই- ওমর খৈয়াম।

৫৩. চল্ চল্ চল্ সঙ্গীতকে কবে বাংলাদেশ পদাতিক বাহিনীর ‘রণসঙ্গীত’ হিসেবে গ্রহণ করা হয় ?
উত্তর: ১৯৯৬সালে।

৫৪. ‘ খেয়া পারের তরণী’ কবিতার কবি কে ?
উত্তর: নজরুল ইসলাম।

৫৫. কাজী নজরুল ইসলামকে কত সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ?
উত্তর: ১৯৭৪ সালে ।

৫৬. ‘ বল বীর চির উন্নত মম শির’ – কার উক্তি ?
উত্তর: কাজী নজরুল ইসলামের।

৫৭. ‘ভোর হল দোর খোল খুকু মণি উঠো রে’ —- পঙক্তিটি কার লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।

৫৮. ‘বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠায় করে’ পঙক্তিটি কার লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।

৫৯. ‘ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান ।‘- উক্তিটি কার ?
উত্তর: কাজী নজরুলের।

৬০. ‘ রুদ্রমংল’কার লেখা ?
উত্তর: কাজী নজরুল ইসলাম ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরিক্ষার বিগত বছরের সকল প্রশ্নোত্তর একসাথে

৬১. ‘ দুর্গম গিরা কান্তার মরু দুস্তর পারাবার হে’গানটির রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলামের।

৬২. ‘ বিষের বাঁশি’কে রচনা করেন ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৬৩. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি?
উত্তর: ধ্রুব।

৬৪. ‘’বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর / অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’’কবিতাংশটি কোন কবির লেখা ?
উত্তর: নজরুল ইসলামের।

৬৫. ‘ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে’ত্রাসে কেঁপে তরণীর পাপী যত নিঃস্বে’ । কবিতাংশটি কোন কবির ?
উত্তর: নজরুলের।

৬৬. নজরুল প্রতিভা কার লেখা ?
উত্তর: কাজী আবদুল ওয়াদুদ।

৬৭. কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত করেন ?
উত্তর: ১৯২১সালের অক্টোম্বর মাসে।

৬৮. কাজী নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেনে ?
উত্তর: ১৩বার, প্রথমবারের মতো এসেছিলেন ১৯২৬ সালে।

৬৯. কাজী নজরুল ইসলাম কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ?
উত্তর: ৫বার।

৭০. মুসলিম ও হিন্দু এতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে কাজী নজরুল তাঁর ছেলের নাম কী রাখেন?
উত্তর: কৃষ্ণ-মোহাম্মদ।

৭১. ‘যাকে হাত দিয়ে মালা দিতে পার নি’- এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন?
উত্তর: নার্গিসকে।

৭২. নার্গিসের বাড়ি কোথায়?
উত্তর: কুমিল্লা জেলার দৌলতপুরে।

৭৩. কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।

৭৪. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।

৭৫. কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তর: শিউলীমালা।

 

৭৬. কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম লিখ?
উত্তর: ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ।

৭৭. নারী কবিতাটি কে লিখেছেন ?
উত্তর: নজরুলের লেখা।

আরও পড়ুন: কাজী নজরুল ইসলামের আত্মজীবনী

৭৮. বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৭৯. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ৪৯ নং।

৮০. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।

৮১. রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।

৮২. অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: বারীন্দ্র কুমার ঘোষকে।

৮৩. বাঁধন হারা  উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেন ?
উত্তর: নলিনীকান্ত সরকারকে।

৮৪. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় ?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।

৮৫. প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান, কাজী নজরুল ইসলাম mcq pdf ,কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কয়টি, বাঁধনহারা উপন্যাসের প্রশ্ন উত্তর ,কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী, কাজী নজরুল ইসলামের ছবি, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দেন কে, কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন

Leave a Reply