Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
dailynewstimesbd

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩২৮ ও ১৬৯
বাংলাদেশ: ৪৫৮ ও ৪২/২ (৪০ রানের লক্ষ্য)

নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না।

পাকিস্তান এখানে সবশেষ জিতেছে ২০১১ সালে, ভারত ২০০৯ সালে, শ্রীলঙ্কা, ২০০৬ সালে। তবে ঘরের মাঠে টানা ১৭ টেস্টে না হারা কিউইদের এবার মাটিতে নামাল বাংলাদেশ।

দাপুটে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।

সব থেকে কম রান করে জেতার রেকর্ড গড়লো বাংলাদেশ।এর আগে ১৩৪ রান করে আরব আমিরাতের সাথে জিতেছে বাংলাদেশ। এই রেকর্ডটি ভেঙে এখন নতুন রেকর্ড করলো ১৩১ রান করে জিতে। সেই সাথে প্রথম বারের মত অস্টেলিয়া টিমকে অলআউট করলো বাংলাদেশ

নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজের ১-০ তে এগিয়ে রইলাম। প্রথম তিন ওভারে তিন উইকেটে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ।
সাবাস বাংলাদেশ বোলিং লাইনঅ্যাপ। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি জিতে দেখিয়ে দিলাম আমরাও পারি।
এমন একটি ম্যাচ জিতে নিয়ে সবার আত্মবিশ্বাসটা অনেক এগিয়ে নিয়ে গেলো। মিচেল স্টার্কের বলে লেগ সাইডে এত সুন্দর করে সিক্স মেরেই বুঝা যায় বাংলাদেশ দলটি আর কোনো বোলারকে দেখে ভয় পায়না।
এখনও রয়েছে ৪ টি ম্যাচ বাকি সবার উচ্চাশা বাকি ম্যাচ গুলোতে জিতবে বাংলাদেশ।

অভিনন্দন বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply