Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
‘গলায় ফাঁস নেয়ার টিকটক’ বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু

‘গলায় ফাঁস নেয়ার টিকটক’ বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে সানজিদা আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কিশোরী শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: #প্রেমাতাল পর্ব ১ লেখিকাঃমৌরি মরিয়ম

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন জানান, বিকেলে পরিবারের সকলের অজান্তে সানজিদা ঘরের আলমারির উপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়ার টিকটক ভিডিও ধারণ করতে যান।

 

তখন অসাবধানতাবশত পা ফঁসকে গেলে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লাগে।

আরও পড়ুন: সুবর্ণা-সৌদের একসঙ্গে পথচলার ১৪ বছর

এ সময় দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply