Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
চুইংগাম খাওয়ার উপকারিতা

চুইংগাম খাওয়ার উপকারিতা

চুইংগাম খিদে কমায়। ফলে আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধিও কমে যায়। তবে অবশ্যই সেটা সুগার ফ্রি চুইংগাম হতে হবে।

ছোট-বড় সবাই চুইংগাম পছন্দ করে। এটা যেমন মজাদার তেমন এর রয়েছে বেশ কিছু উপকারিতা। জিনিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই উপকারিতাগুলো। চলুন দেখে নেই।

. অনেক সময় আমাদের কাজে মন বসে না। একঘেয়ে লাগে। কাজ করতে করতে ঘুম পায়। অর্থাৎ, কাজের দিক থেকে সব মনোযোগ চলে যায়। কাজের প্রতি সেই মনোযোগ বা একাগ্রতা ফিরিয়ে আনে চুইংগাম। ২০০৯ সালে প্রকাশিত নিউট্রিশনাল নিউরোসায়েন্স জার্নালে বলা হয়েছে যে, চুইংগাম আমাদের মনোযোগ বাড়ায়।

 

২. চুইংগাম খিদে কমায়। ফলে আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধিও কমে যায়। তবে অবশ্যই সেটা সুগার ফ্রি চুইংগাম হতে হবে।

Nursing College List and Nursing Institute List in Bangladesh

৩. মুখের ভেতরের স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে চুইংগাম। যখন আপনি সুগারফ্রি চুইংগাম খান, তখন সেটি মুখের ভেতরে বিশেষ করে দাঁতে লেগে থাকা খাদ্যকণা সরিয়ে দেয়। ফলে ক্যাভিটির হাত থেকে দাঁত রক্ষা পায়।

 

৪. গবেষকরা বলেন, মাড়ির সঙ্গে আমাদের মুডের গভীর সম্পর্ক রয়েছে। তাই চুইংগাম চিবানোর সময়ে কোনোভাবেই আমাদের ওপর কাজের চাপ পড়ে না।

Leave a Reply