ছক্কা মারার রেকর্ডে শচীনকে ছাড়িয়ে পন্ত

এক শতকে কত রেকর্ডই না হলো ঋষভ পন্তের! গতকাল এজবাস্টনে জো রুটের বলে আউট হওয়ার আগে মাত্র ১১১ বলে ১৪৬ রান করেছেন পন্ত। তাতে ভারতের বিপদ কেটেছে তো বটেই, টেস্টে ভারতের উইকেটকিপারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়া হয়ে গেছে এই বাঁহাতির। ৮৯ বলে শতক তুলে নিয়েছিলেন পন্ত। তাঁর আগে রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। আরও পড়ুন ধোনির রেকর্ড ভেঙে পন্তের নতুন ইতিহাস শতকের পর ঋষভ পন্ত ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ বলে শতক তুলে নেন ধোনি। শুধু ধোনিই নন, এই শতক তুলে নেওয়ার পথে তর্কযোগ্যভাবে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও এক জায়গায় পেছনে ফেলেছেন এই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম ১০০ ছক্কা মারার রেকর্ড এখন পন্তের, আগে রেকর্ডটি টেন্ডুলকারের ছিল। আরও পড়ুন পন্তকে মোটা বললেন পাকিস্তানের সাবেক স্পিনার ঋষভ পন্তের ফিটনেস নিয়ে প্রশ্ন বরাবরই ছিল বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইংল্যান্ডের টেস্ট দলের বদলে যাওয়া। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীন জনি বেয়ারস্টো-বেন স্টোকসরা যেভাবে নিউজিল্যান্ডকে কিছুদিন আগেই কচুকাটা করেছেন, প্রতি-আক্রমণের নজির গড়েছেন, তা চোখ কপালে তুলে দিয়েছে সবার। ভারতের বিপক্ষেও আক্রমণাত্মক মানসিকতায় বদল আসবে না, জোর গলায় জানিয়ে দিয়েছিলেন দলটার নতুন টেস্ট অধিনায়ক স্টোকস।

চীনের এক দেশ দুই নীতি হংকংকে সুরক্ষা দিয়েছে: শি জিনপিং

আরও পড়ুন পন্তের মাঝে ধোনি-সৌরভ-আজহারের ছায়া দেখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ঋষভ পন্ত কথাটা পন্তের কানেও গেছে নিশ্চিত, হয়তো স্টোকসের আত্মবিশ্বাস দেখে মিটিমিটি হেসেছেনও। যদি হেসে থাকেন, তাহলে কেন হেসেছেন, গতকাল সেটার প্রমাণ দেখল বিশ্ব। আরও পড়ুন পন্তরা নিজেদের কী ভাবে—পিটারসেনের প্রশ্ন ব্যাটসম্যানদের মাঠ ছেড়ে আসতে বলেছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। কাল আইপিএলে এজবাস্টনে যখন অ্যান্ডারসন-পটসদের তোপে পূজারা-কোহলি-শ্রেয়াসরা একে একে প্যাভিলিয়নের পথ ধরছিলেন, পন্ত তখন যেন বেয়ারস্টোর রূপ ধরলেন। প্রতি-আক্রমণের দুর্দান্ত এক নজির গড়ে স্টোকস-বেয়ারস্টোদের হাতেনাতে দেখিয়ে দিলেন, শুধু ইংল্যান্ডই নয়, চাইলে টেস্টে মারকাটারি খেলার কাজটা পন্ত করতে পারেন ভালোভাবে। আর তাতেই পেছনে বহুদিন ধরে টেন্ডুলকারের কাছে থাকা রেকর্ডটাও হাতছাড়া হলো।

কোথাও হালকা কোথাও ভারি বৃষ্টি হতে পারে

আরও পড়ুন পন্ত শতক পাননি, শ্রীলঙ্কার সাফল্য এটিই আউট হওয়ার পর হতাশায় বসে পড়েছিলেন পন্ত আরও পড়ুন ভারতের অধিনায়ক হিসেবে পন্তকে পছন্দ গাভাস্কারের কেপটাউনে দুর্দান্ত শতক করেছেন ঋষভ পন্ত চারটা ছক্কা মেরেছেন পন্ত চারটা ছক্কা মেরেছেন পন্তছবি : রয়টার্স জ্যাক লিচকে যখন শততম ছক্কাটা হাঁকালেন, তাঁর বয়স তখন ২৪ বছর ২৭১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে শততম ছক্কা হাঁকাতে শচীনের ২৫ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এ তালিকার তৃতীয় ব্যক্তি সুরেশ রায়না; ২৫ বছর ৭ দিনে রায়না তাঁর ক্যারিয়ারের শততম ছক্কার দেখা পান।

Leave a Reply