জীবন থেকে হারিয়ে গেছে মোহাম্মদ রাসেল

জীবন থেকে হারিয়ে গেছে

                                                                            মোহাম্মদ রাসেল

 

জীবন থেকে হারিয়ে গেছে সেই সোনালী বিকেল গুলো,

জীবন থেকে হারিয়ে গেছে ঐসয্য ময় সময় গুলো,

এখন আর এই দুচোখে সেই গ্রামের শীতল হাওয়া,

আকা বাঁকা মেঠো পথ এখন আর হাটা হয় না,

সকালে কুয়াশা বেজা গাস পাখির কিচি মিচি ডাক আর সোনা হয়,

সেই ফেলে আসা দিন গুলো মনের জানালায় দিচ্ছে ওকি,

এক ব্যস্ত নগরী জ্যাম এর শহর ঢাকা,

আজও খুঁজে ভেরাই সেই কুয়াশা বেজা শীতের সকাল গুলো,

আর ভালো লাগে না এই ব্যস্ত শহরের অলিগলি ঢাকা,

বার বার মন ছুটে চলে যায় সেই গ্রামের,

খেজুরের ফুল / সরিষা ফুল / সাক সবজি পুষ্প বড়া,

 

লেখক এর অন্য লেখাগুলো পড়তে চাইলে >> মানুষ বলে তোমার কিসের এত কষ্ট, মোহাম্মদ রাসেল,

 

আজ ইসলামের নামে বলা হয় জঙ্গি বাদ ,মোহাম্মদ রাসেল

 

দুঃখ আর কষ্ট নিত্য দিনের সঙ্গী মনে করে কাজ করো-মোহাম্মদ রাসেল

সমুদ্র যেমন জোয়ার বাটা আসে  -মোহাম্মদ রাসেল

যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়।মোহাম্মদ রাসেল

Leave a Reply