টুপি পরে মসজিদে রাজ : যে কারণে রাজ চক্রবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

এই ঈদে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিধায়ক ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী টিটাগড়ে একটি মসজিদে যান। সেখানে সকলের সাথে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করার পরই মাজারে মাথা ঠেকিয়ে দোয়া করেন। সেই ছবিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নিজের ধর্মকে অপমান করেছেন রাজ, একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসে তার দিকে।

বিতর্কের মুখে কী বলছেন বিধায়ক-পরিচালক? রাজ চক্রবর্তী জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, ‘আমি কখনোই কমেন্ট বক্স দেখি না। আমাকে একজন গতকাল এই বিতর্কের কথা জানান, আমি এগুলো নিয়ে বিশেষ ভাবি না। আমি কি করব, কি পরব, তা নিয়ে কাউকে কৈফিয়ত দেব না। ট্রোলারদের কথার উত্তর দেয়ারও প্রয়োজন মনে করি না। আমি গুরুদ্বারে গেলে মাথায় রুমাল বাঁধি, মাজারে গেলে টুপি পরি। গণতান্ত্রিক দেশে আমার পূর্ণ অধিকার আছে, আমি আমার যা মনে হবে তাই করব।’

Verb কাকে বলে ? Verb কত প্রকার ও কি কি ?

রাজ আরো বলেন, ‘আগামী দিনেও টুপি পরে মসজিদে যাব। আমার কাছে মনুষ্যত্বই ধর্ম। কার কি ধর্ম হবে সেটা তো তার হাতে থাকে না, তাহলে জন্মের আগেই জানিয়ে দাওয়ার চেষ্টা কর, তুমি জন্মের পর এই ধর্ম পাবে। সে রাজি হলে তবেই জন্মাক। সেটা যখন সম্ভব নয়, তখন কারোর জ্ঞান শুনব না। যারা কটূকথা বলছেন সেটা তাদের রুচিবোধের ব্যাপার, আমি কাউকে উত্তর দিতে চাই না। কোনো কৈফিয়ত দেব না।’

সূত্র : জি নিউজ

One thought on “টুপি পরে মসজিদে রাজ : যে কারণে রাজ চক্রবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করলেন

  1. Sometime i fell Awesome but who is best Defense Attorney. how to Lawyer Success. And find Passive Cryptocurrency Invest site. I have Some best Advice for Earn maximum Cryptocurrency Ethereum and Growing your Online Business ideas It’s Right. We have always connected a Personal Injury Lawyer. Because, A Car Accident Attorney was help and save our life Look like Power of Attorney is very Important. And Also check out Reason For Hire Employment Lawyer Extra, Do you Know About Risk of Bitcoin Investment After Start Making Cryptocurrency Coin.

Leave a Reply