“তোমাকেই বলছি” ♡♡♡♡♡♡♡♡♡      কলমে~ রমেশ বালা। 

“তোমাকেই বলছি”

♡♡♡♡♡♡♡♡♡

     কলমে~ রমেশ বালা।

ঐ মেয়ে তোমাকেই বলছি কিছু কথা

            ধৈর্য ধরে শোনো,

আমার কথাগুলো না হয় তুমি

       একটু খানি মানো।

মধুর লোভে ভ্রমর গুলো আজ

    বসেছে তোমার ফুলে,

মধু পান করা শেষ হয়ে গেলে

      বসবে অন্য ফুলে।

স্ত্রীকে ভুয়া সাংবাদিক বানিয়ে চাঁদাবাজি, শাস্তি পেলেন অতিরিক্ত জেলা প্রশাসক

ভালোবাসার নামে যে ছেলেকে নিয়ে আজ

        করছো অনেক মাতামাতি,

একদিন তোমায় ভুলে যাবে সে

       মারবে তোমায় লাথি।

 ভালোবাসা দিবসের নামে মেয়ে

     বাবা-মাকে দিচ্ছ ফাঁকি,

সারা জীবন তোমার কাঁদতে হবে

      যতটা সময় আছে বাকি।

ভালোবাসার নামে পার্কে বসে মেয়ে

         করছ যে, ভাব বিনিময়,

এটাই তোমার জীবনের কাল হবে একদিন

             হবে তোমার ক্ষয়।

ভালোবাসার নামে ছলনায় ভুলে তুমি

       খাইবে যেদিন ধোকা,

     সেদিন তুমি বুঝবে মেয়ে

         তুমি যে বড়ই বোকা।

মেয়ে তোমার আছে অনেক সুনাম

     তুমি যে অনেক নামিদামি,

তবে সস্তা দামে বেচবে কেন

    তোমার চরিত্র খানি?

সস্তা দামের ফুল দিয়ে কেন সাজাও

         তোমার স্বপ্নের বাসর,

একদিন পরেই ভেঙ্গে যাবে তোমার

          সাজানো রঙিন আসর।

নিজেকে কেন বিকিয়ে দিচ্ছ

       খুবই সস্তা দামে?

নিজেকে তুমি লুকিয়ে রাখো

     রঙ্গিন কোন খামে।

দেহের সুন্দর্যের অহমিকায় তুমি আজ

       করছো অনেক লড়াই,

সকল কিছু শেষ হবে একদিন

      থাকবে না দেহের বড়াই।

এখনো তোমার ভালো হওয়ার সুযোগ আছে

             সময় কিন্তু কম,

একদিন সময় ফুরিয়ে যাবে

      চলে যাবে তোমার দম।

মনের সৌন্দর্য আসল সৌন্দর্য

       হও যদি চরিত্রবান,

সব লোকেই গাইবে তোমার

 সুভাষিত সৌন্দর্যর জয়গান।

 সত্যি কারের ভালোবাসা কভু

          ক্ষণস্থায়ী নয়!

ভালোবাসা সেতো চিরস্থায়ী, শাশ্বত

        তাতে নেই কোন ভয়।

দেহের ভালোবাসা নয়তো ভালো

     ভালোবাসা থাকে মনে,

সেই ভালোবাসায় জীবন উদ্ভাসিত হোক

তোমায় ভালোবাসুক সকল জনে।

বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা–রবীন্দ্রনাথ ঠাকুর পূজা পর্যায়

Leave a Reply