দুঃখ আর কষ্ট নিত্য দিনের সঙ্গী মনে করে কাজ করো-মোহাম্মদ রাসেল

 

01

আজ ও সেই পথে ফুল হাতে দারিয়ে থাকি!
তুমি আসবে বলে সেই অপেক্ষা সেই পথে দারিয়ে থাকি!
জানি হয়তো কোন এক তুমি এ পথে আসবে ফিরে!
সেই বুক ভরা ভালোবাসা নিয়ে দারিয়ে থাকি!

মেঘলা আকাশ বৃষ্টিতে ভিজে দারিয়ে থাকি!
শুধু সেই মানুষটি একটি বার তার ঐ চাঁদ মুখখানি দেখার জন্য. দেখলে তার হাসি মাখা ঐ চাঁদ মুখ ভুলে জাই সব দুঃখ কষ্ট?

জানি না কবে আসবে সেই পথে ফিরে!
সেই গাছের নিচে দারিয়ে থাকি রোদ বৃষ্টি তে!
আজও আমি সেই ফুল হাতে আছি দারিয়ে!
বুক ভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়

আজ ও সেই পথে ফুল হাতে দারিয়ে থাকি!
তুমি আসবে বলে সেই অপেক্ষা সেই পথে দারিয়ে থাকি!
জানি হয়তো কোন এক তুমি এ পথে আসবে ফিরে!
সেই বুক ভরা ভালোবাসা নিয়ে দারিয়ে থাকি!

মেঘলা আকাশ বৃষ্টিতে ভিজে দারিয়ে থাকি!
শুধু সেই মানুষটি একটি বার তার ঐ চাঁদ মুখখানি দেখার জন্য. দেখলে তার হাসি মাখা ঐ চাঁদ মুখ ভুলে জাই সব দুঃখ কষ্ট?

জানি না কবে আসবে সেই পথে ফিরে!
সেই গাছের নিচে দারিয়ে থাকি রোদ বৃষ্টি তে!
আজও আমি সেই ফুল হাতে আছি দারিয়ে!
বুক ভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে?

02

এই বৃষ্টি ভেজা সকালে ঐ জানালর ফাঁকে বসে নিরালায় তোমার কথা ভাবছি?

সেই রিমঝিম বৃষ্টি সময় এক সাথে বসে?

জানালার ফাঁকে বসে গল্প করতাম দু জন?

 

সেই স্মৃতি মায়া গুলো আগলে রেখে নিরালায় তোমায় ভাবি, সেই জানালার ফাঁকে বসে দুর নীলিমার দিকে তাকিয়ে থাকি?

 

কিন্তু সেই দুর নীলিমার দিকে তাকিয়ে সময় কেটে যাচ্ছে আমার, কিন্তু যাচ্ছে না আজও আমার মনের বিষন্নতা, জানি না কবে কেটে জাবে আমার মনের বিষন্নতা, আবার আমি ফিরে জাবো সেই দিনে?

 

03

বাংলাদেশ সরকার বিদ্ধাশ্রম করেছিলেন এ দুনিয়াতে যার দেখা মত কেউ নেই, তাদের কে বিদ্ধাশ্রমে লালন পালন করা হবে, আর আজ দেখা যায় বিদ্ধাশ্রম যে মানুষ গুলো আছে।

 

সে মানুষ গুলো হলো কোন বিত্যা মান মানুষ এর বাবা-মা,ছেলে মেয়ে লন্ডন এ থাকে আবার কেউ আমেরিকা থাকে।

 

কেউ ইতালি থাকে ওখানে বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে সংসার করে, তখন আর ঐ বৃদ্ধ বাবা মা কে দেখার মত কেউ থাকে না, তার পর তাদের কে পাঠিয়ে দেওয়া হয় বিদ্ধ শ্রম।

 

যে ছেলে জন্য বাবা মা না খেয়ে ছেলে কে পরাশুনা করানো জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়াম পুরানো হয়, আর আজ সেই ছেলে আপনাকে দেখা মত সময় তা হয় না।

 

আজ মানুষ এর বিবেক বুদ্ধি কোথায় হারিয়ে গেছে,

কিছু কিছু সময় নিজের বিবেক কে নারা দেয়, সময়ের স্রোতে নিজেকে পাল্টে ফেল না, সময় সবার জন্য আসবে আজ হোক বা কাল।

04

দুঃখ আর কষ্ট নিত্য দিনের সঙ্গী মনে করে কাজ করো,

কেউ কষ্ট দিয়েছে তাই সেই বিরহ ব্যাথা নিয়ে বসে আছ,

কেন মনে করো এটাই তোমার ঘুরে ধারানোর হাদিয়ার?

 

সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেল দেখবে তুমি একজন সফল মানুষ, কারো থেকে পাওয়া দুঃখ আর কষ্ট কখন কারো সফলতা কে আটকে রাখতে পারে না,

কিছু কিছু সময় রাতের অন্ধকার লুকিয়ে কেঁদে কেঁদে বালিশ বিজানো কথা গুলো ও লুকিয়ে রাখতে হয়,?

 

দেখব তিল তিল গরে ওঠা ঐ বালু কনা দিয়ে এক দিন পাহাড় ঘরে উঠবে, ঐ সমুদ্র সৈকতে হাঁটি হাঁটি পা পা করে এক দিন তুমি ও পারি দিবে?

 

সময়ের স্রোতে নিজেকে পাল্টে ফেল দেখবে সে দিন পুরো পৃথিবী তাকিয়ে থাকবে তোমার দিকে, সেই দিন টি জন্য আমি আজ ও অপেক্ষা প্রহর গুনছি?

 

লেখক মোহাম্মদ রাসেল

 

Leave a Reply