দ্বন্দ্ব যখন সংঘাতে রুপ নেয় তখন ধংস অনিবার্য হয়ে পরে। তাই আমাদের সকলের সচেতন থাকা উচিত।

শত্রুতা কখনো দূরের বা অপরিচিত লোকের সাথে হয় না।শত্রুতা কাছের লোকের সাথেই হয়। ভাইয়ের সাথে ভাইয়ের, বন্ধুর সাথে বন্ধুর, স্বামীর সাথে স্ত্রীর, পিতার সাথে পুত্রের, নেতার সাথে নেতার, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর, সহকর্মীর সাথে সহকর্মীর, একই পেশার মানুষের মধ্যে।

এ লড়াই অর্থের, এ লড়াই স্বার্থের, এ লড়াই সম্মানের, এ লড়াই প্রতিহিংসার।সামান্য ত্যাগই পারে এ লড়াই থেকে আমাদেরকে মুক্ত করতে। আমরা কী তা করতে পারছি?

করতে পারিনি বলে সংঘাত চলমান। দ্বন্দ্ব ও সংঘাত কিন্তু দুটি আলাদা বিষয়। দ্বন্দ্ব ব্যবস্তাপনার মাধ্যমেই আমরা বেঁচে আছি। চলছে স্বাভাবিক সুন্দর জীবন। দ্বন্দ্ব যখন সংঘাতে রুপ নেয় তখন ধংস অনিবার্য হয়ে পরে। তাই আমাদের সকলের সচেতন থাকা উচিত। দ্বন্দ্ব যেন চিরস্থায়ী না হয়।দ্বন্দ্ব যেন সংঘাতে বা সংঘর্ষে রুপ না নেয়।

Leave a Reply