ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যাধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ন্তা কুমারাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ওয়াজিরাবাদ রোডে এ ঘটনা ঘটে।

শিয়ালকোট পুলিশ প্রধান আরমাগান গোন্ডাল বলেন, ‘কারখানার কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর নাম লেখা রয়েছে এমন একটি পোস্টারকে অপবিত্র এবং অপমান করার অভিযোগ এনেছিল।’

শিয়ালকোটের এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন জানিয়ে এক টুইট বার্তায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বাজদার বলেন, ‘আমি পুলিশের আইজিকে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি। কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিশ্চিন্ত থাকুন, এই অমানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না!!’

 

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে সহিংসতা নতুন কিছু না হলেও বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল।

সূত্র: ডন ও রয়টার্স।

Leave a Reply