নারীদের যৌন উত্তেজক ওষুধ ‘অ্যাডিই’র হালহকিকত

লিঙ্গ-বিভাজনের সীমারেখা ফিকে করে ইতিমধ্যেই মার্কিন মুলুকে বিক্রির ছাড়পত্র পেয়েছে মহিলাদের যৌন উত্তেজক ওষুধ ‘অ্যাডিই’। কয়েক দিনের মধ্যে বাজারেও পাওয়া যাবে। কারা ব্যবহার করতে পারবেন? কী ভাবে কাজ করে এই ওষুধটি? পার্শ্ব প্রতিক্রিয়াই বা কী? হাতে আসার আগে ওষুধটি সম্বন্ধে জেনে নেওয়া দরকার এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

 

কী ভাবে কাজ করে?

মুড এবং ক্ষুধা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের রাসায়নিকের উপরে কাজ করে ওষুধটি। যদিও কেন এই ড্রাগটিকে মহিলাদের যৌনতাবর্ধক হিসেবে ব্যবহার করা হল তা এখনও পরিষ্কার নয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি রক্তে ডোপামিনের ক্ষরণ বাড়িয়ে দেয় এবং একই সঙ্গে সেরোটোনিনের ক্ষরণ কমিয়ে দেয়।

কারা এই ওষুধটি খেতে পারবেন?

আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ প্রি-মেনোপজাল মহিলাদের যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য অ্যাডিই ব্যবহারে ছাড়পত্র দিয়েছে।

একটি সমীক্ষা জানাচ্ছে, আমেরিকার ৫০ থেকে ৮০ লক্ষ মহিলাই এই সমস্যায় ভুগছেন।

Best Sellers in Sexual Enhancers

‘অ্যাডিই’ নিয়ে বিতর্ক কীসের?

দীর্ঘ বিবেচনার পর ওষুধটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু, এই ওষুধটির অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে এক দল এই ওষুধের ছাড়পত্রের বিরোধিতা করে সরব হয়েছিলেন। অন্য দলের মতামত অবশ্য ভিন্ন। সব মিলিয়েই অ্যাডিই-কে ঘিরে বিতর্ক তৈরি হয়।

Share with facebook Share with twitter

অ্যাডিই কি আদৌ কাজ করে?

স্প্রাউট ফার্মাসিউটিক্যালের বিশেষজ্ঞেরা মনে করেন, নারীদেহে ওষুধটি খুবই কার্যকারী। অন্য দিকে, যৌন উত্তেজনা বৃদ্ধিতে এর প্রভাব খুবই নগণ্য বলে মনে করছে এফডিএ।

 

পার্শ্ব প্রতিক্রিয়া কী কী?

পরীক্ষামূলক ভাবে দেখা গিয়েছে, অ্যাডিই ব্যবহারকারীদের ১০ শতাংশ মহিলার অত্যধিক ক্লান্তি এবং ঘুম পেয়ে থাকে। এমনকী, ব্যবহারকারীরা কোনও ছত্রাকরোধক ওষুধ খেতে পারবেন না। তা না হলে রক্তচাপ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

 

তা হলে অ্যাডিই-কে ছাড়পত্র কেন দিল এফডিএ?

এফডিএ ২০১০ সালে প্রথম বার স্প্রাউট ফার্মাসিউটিক্যালের এই ওষুধটির অনুমোদনের আর্জি খারিজ করে দেয়। কার্যকারিতার অভাব থাকায় তা বাজারে আনার সম্মতি মেলেনি। এর পর স্প্রাউট ফার্মাসিউটিক্যাল নতুন করে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে এফডিএ-র কাছে নিয়ে আসে অ্যাডিই-কে। সমস্ত রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে তবেই ছাড়পত্র দেয় এফডিএ।

Arshi Khan: নগ্ন হয়ে সাংবাদিক সম্মেলন থেকে Salman-র সঙ্গে বিবাদ, ফের বিতর্কে আরশি খান

কবে থেকে বাজারে পাওয়া যাবে অ্যাডিই?

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৭ অক্টোবর থেকেই মার্কিন মুলুকের সব ওযুধের দোকানে পাওয়া যাবে ‘অ্যাডিই’।

 

 

উত্তেজক ট্যাবলেট এর নাম গ্যাসটোনা ট্যাবলেট কি ,কাজ করে মুনিশ ট্যাবলেট দাম, ঔষধের নাম ও কাজ, ঔষধ ছবি, গ্যাসটোনা কিসের ঔষধ, ভায়াগ্রা ট্যাবলেট এর নাম, ঔষধের নাম ও দামনারীদের যৌন উত্তেজক ,ওষুধ ‘অ্যাডিই’র হালহকিকত,Addyi, Addyi Detail Info Female, Libido Pill Addyi, Information Female, Viagra Addyi Viagra,কিছু যৌন উত্তেজক ঔষধ এর নাম এবং কি খেলে সেক্স বাড়ে?

Leave a Reply